Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসান আলিকে ছাড়াই পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১২:০৬ এএম

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মহা গুরুত্বপ‚র্ণ ক্যাচ ছেড়ে দিয়ে খলনায়ক বনেছিলেন হাসান আলি। এরপরও পাকিস্তান দলে জায়গা ধরে রেখেছিলেন এই পেসার। তবে এশিয়া কাপের পাকিস্তান দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। তার বদলে পাকিস্তান দলে এসেছেন গতিময় পেসার নাসিম শাহ। আসছে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে বড় চমক বলতে হাসানের না থাকা। এশিয়া কাপের পাশাপাশি নেদারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও জায়গা পাননি হাসান। সেই দলেও ঠাঁই হয়েছে নাসিমের। শ্রীলঙ্কার বিপক্ষে গত মাসে টেস্ট সিরিজে হাঁটুতে চোট পাওয়া তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি অনুমিতভাবেই ফিরেছেন দুই স্কোয়াডে।
গত বিশ্বকাপ থেকেই হাসানের সময়টা পড়তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাথু ওয়েডের ক্যাচ ছেড়ে দেন তিনি। পরে ওয়েডই ফাইনালে তুলেন অস্ট্রেলিয়াকে। ওই বিশ্বকাপে বল হাতেও হাসান ছিলেন মলিন। ৬ ইনিংস বল করে ৪১.৪০ গড় আর ওভারপ্রতি ৯ রান করে দিয়ে নিতে পেরেছেন ৫ উইকেট। তার জায়গায় যাকে নেওয়া হয়েছে সেই নাসিমের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়নি। তবে টেস্টে বেশ ভালো করছেন এই ডানহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে পেসারদের সহায়তা না থাকা মরা পিচেও নিয়েছিলেন ৭ উইকেট।
তাইতো এই দল নিয়ে বেশ সন্তুষ্ট পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম, ‘আমরা দলে শুধু সেসব জায়গাগুলোতেই পরিবর্তন এনেছি, যেগুলো আমাদের কাছে দরকারি বলে মনে হয়েছে। দুটি সিরিজই আমাদের জন্য অনেক গুরুত্বপ‚র্ণ। অধিনায়ক আর কোচের সঙ্গে আলোচনা করে দুই সিরিজের জন্যই সর্বোচ্চ শক্তিশালী দলটা ঘোষণা করেছি আমরা।’ এশিয়া কাপে ২৮ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্ব›দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ‘এ’ গ্রæপে পাকিস্তানের আরেক প্রতিপক্ষ হবে বাছাই পেরিয়ে আসা সহযোগী এক দেশ।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হারিস রউফ, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসান আলি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ