Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রক্ত ঝরার খেসারত দিচ্ছে ফ্রান্স : ম্যাখোঁ

ইরাক ও সিরিয়ার বদলা নিতেই প্যারিসে হামলা : আইএস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ৯:৩২ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি হামলায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন হামলাকারীও। বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে প্যারিসের অপেরা ডিস্ট্রিক্টে এই হামলার ঘটনা ঘটে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ হামলা ঘটনার নিন্দা করে জঙ্গিদের নির্মূল করার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, রক্ত ঝরার খেসারত দিচ্ছে ফ্রান্স। অপর দিকে, জিহাদি সংগঠন আইএস প্যারিস হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা হামলাকারীকে ‘ইসলামিক স্টেটের সৈনিক’ বলে উল্লেখ করেছে। সেই সঙ্গে বিবৃতিতে তারা জানিয়েছে, ইরাক ও সিরিয়ার বদলা নিতেই এই হামলা। খবরে বলা হয়, তদন্তকারী কর্মকর্তারাও এটিকে জঙ্গি হামলা ধরে নিয়েই তদন্ত শুরু করেছেন। আইসিস জিহাদিদের বিবৃতি ছাড়াও আরও একটি কারণে এটিকে জঙ্গি হামলা বলে মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার সময় শেষ বারের মতো ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা গিয়েছিল হামলাকারীর গলায়। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাই এই হামলাকে জঙ্গি হামলা বলেই তদন্ত শুরু করেছে প্যারিস পুলিশ। তবে এখন পর্যন্ত আঁততায়ীর নাম, পরিচয় জানাতে পারেনি পুলিশ। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাখোঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ