Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাজি’সহ বলিউডের চারটি ফিল্ম মুক্তি পাচ্ছে

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম

আগামীকাল ‘রাজি’ ফিল্মটি মুক্তি পাচ্ছে। এছাড়া এই সপ্তাহে আরও তিনটি ফিল্ম মুক্তি পাচ্ছে। এর মধ্যে ‘দ্য ডার্ক সাইড অফ লাইফ : মুম্বাই সিটি’ আজ মুক্তি পাচ্ছে। শুক্রবার মুক্তি পাবে ‘থ্রি দেব’ এবং ‘হোপ অওর হাম’।
জাংলি পিকচার্স এবং ধর্ম প্রডাকশন্সের ব্যানারে থ্রিলার ফিল্ম ‘রাজি’ মুক্তি পাচ্ছে। প্রযোজনা করেছেন বিনীত জৈন. করণ জোহর এবং হিরো যশ জোহর। মেঘনা গুলজারের পরিচালনায় অভিনয় করেছেন আলিয়া ভাট, ভিকি কৌশল, রজিত কাপুর, শিশির শর্মা, জয়দীপ আহলাভাত, সোনি রাজদান, এবং অম্রুতা খানবিলকার। শঙ্কর মহাদেবন, লয় মেন্ডোসা এবং এহসান নুরানি সঙ্গীত পরিচালনা করেছেন।
বাত্রা শোবিজ প্রাইভেট লিমিটেড, স্কাই এন্টারটেইনমেন্ট এবং এআরটু ফাইলাম প্রডাকশন্সের ব্যানারে মুক্তি পাচ্ছে ড্রামা ফিল্ম ‘থ্রি দেব’। ফিল্মটি প্রযোজনা করেছেন চিন্তন রানা। অঙ্কুষ ভাটের পরিচালনায় অভিনয় করেছেন কে কে মেনন, করণ সিং গ্রোভার, রবি দুবে, টিসকা চোপড়া, রাইমা সেন, প্রিয়া ব্যানার্জি, পুনম কওর এবং প্রসেনজিত।
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সাজিদ আলি এবং ওয়াজিদ আলি।
‘হোপ আওর হাম’ মুক্তি পাচ্ছে পিভিআর পিকচার্স এবং থাম্বনেইল পিকচার্সের ব্যানারে। কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন সামিরা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, সোনালি কুলকার্নি, আমির বশির, নবীন কস্তুরিয়া, কবির সাজিদ এবং বির্তি ভাগনানি। রুপার্ট ফার্নান্দেজ সঙ্গীত পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার তারিক খান পরিচালিত ‘দ্য ডার্ক সাইড অফ লাইফ : মুম্বাই সিটি’; এতে অভিনয় করেছেন মহেশ ভাট, কে কে মেনন, নেহা খান এবং আলিশা খান।
ছবিঃ রাজি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ