Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙ্গাপুরে হতে পারে ট্রাম্প ও কিমের বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০১৮, ১:২৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিঙ্গাপুরে বৈঠকে বসতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটার বার্তায় এমনটিই জানিয়েছেন। যদিও এর আগে ট্রাম্প জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত পিস হাউসে দুজনের বৈঠক হতে পারে৷
ট্রাম্প টুইটারে এই উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য বেশ কিছু জায়গার নাম তালিকাভুক্ত করেন৷ মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার এই প্রথমবার উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে৷ সেই বৈঠকের স্থান নিয়ে ট্রাম্পের পক্ষ থেকে এই প্রথম জনসমক্ষে বার্তা দেওয়া হলো৷
মার্কিন প্রেসিডেন্ট টুইটে জানান, বৈঠকের জন্য বেশ কিছু দেশের নাম বিচার বিশ্লেষণ করে দেখা হচ্ছে৷ কিন্তু তৃতীয় কোনো দেশের বদলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমায় অবস্থিত পিস হাউস বেশি ভাল, উপযুক্ত বলে মনে হচ্ছে না।
প্রসঙ্গত, দুই কোরিয়াকে আলাদা করেছে পানমুনজম এলাকা৷ এই অসামরিক এলাকায় রয়েছে পিস হাউস৷ শুক্রবার সেখানেই কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন দেখা করেন৷ ১৯৫৩ সালের পরে এই প্রথম দক্ষিণ কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পা রাখেন৷ মুনের সঙ্গে তিনি গিয়েছিলেন পিস হাউসে৷ এই সম্মেলনের পরেই ট্রাম্প ও কিমের বৈঠক হওয়ার বিষয়টিতে জোর দেওয়া হয়৷ এর আগে কিম পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার কথা ঘোষণা দেন৷ সূত্র : ইটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-কিম

১৪ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ