Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তানকে খুন করেন বাবা

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদাতা : রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার বাসিন্দা জাহিদের সঙ্গে প্রতিবেশী হেলাল উদ্দিনের পারিবারিক শত্রæতা ছিল। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা জমা বাবদ ৮শ’ টাকা জমা না দেয়ার কারণে আব্দুল জলিলের সঙ্গেও শত্রুতা হয় জাহিদের। এ শত্রুতার জেরে নিজের কিশোর সন্তান আউসারকে (১২) খুন করে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা করেন জাহিদ। জাহিদের পরিকল্পনা ও নির্দেশে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে কিশোর আউসারকে হত্যা করেন স্থানীয় আরেক বাসিন্দা মজিদ। গতকাল রোববার বেলা ১২টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ। তিনি বলেন, গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ১০টায় টিউবওয়েলে পানি আনতে গিয়ে নিখোঁজ হয় কিশোর আউসার। পরদিন সন্ধ্যায় বাড্ডার পূর্ব পরদীয়াস্থ একটি ধানক্ষেত থেকে আউসারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আউসারের বাবা জাহিদ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। প্রযুক্তিগত সহায়তা ও পারিপার্শ্বিক সাক্ষ্য বিবেচনায় ২০ এপ্রিল মজিদকে (২৭) গ্রেফতার করা হয়। জাহিদের পরিকল্পনা ও নির্দেশে আউসারকে খুন করেন বলে স্বীকারোক্তি দেন মজিদ। পরে ২১ এপ্রিল আউসারের বাবা জাহিদকেও গ্রেফতার করা হয়। পূর্ব শত্রুতার জেরে হেলাল ও জলিলকে ফাঁসাতে ছেলেকে হত্যার পরিকল্পনা করেন জাহিদ। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন একটি ছুরিও কেনেন তিনি। এরপর রাতে আউসারকে ডেকে নিয়ে শ্বাসরোধ এবং ছুরিকাঘাত করে খুন করেন মজিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

৩১ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ