Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় এইচএসসি পরীক্ষায় ১৯ শিক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৮, ৫:২৮ পিএম

পাবনায় এইচএসসি ও আলিম এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার এইচএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী বহিষ্কার ও শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাফিউল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে পাবনার পুষ্পপাড়া কামিল মাদরাসা কেন্দ্রে নকল করার অভিযোগে ১৫ জন পরীক্ষার্থী ও সুজানগর উপজেলার ডা: জহুরুল কামাল ডিগ্রী কলেজ কেন্দ্রে একই অভিযোগে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সেই সাথে পরীক্ষায় অসাদুপায় অবলম্বনে সুযোগ প্রদানের জন্যে পুষ্পপাড়া কামিল মাদরাসা কেন্দ্রে ওই প্রতিষ্ঠানের ইংরেজি প্রভাষক ফারজানা ইয়াসমিন, জীববিজ্ঞানের প্রদর্শক সাদেক আলী ও নন্দনপুর আলিম মাদরাসার বাংলা প্রভাষক আজিজুর রহমান এবং ডা: জহুরুল কামাল ডিগ্রী কলেজের ভূগোলের প্রভাষক তরুন কান্তি মন্ডল, আইসিটি বিভাগের প্রভাষক আশিক ইমরান ও তালিমনগর স্কুল এন্ড কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক আব্দুস সালামকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই সাথে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা চলতি বছরে কোন পরীক্ষা সংশ্লিষ্ট কাজে অংশগ্রহন করতে পারবেন না বলেও তাদের নোটিশ প্রদান করা হয়েছে।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক আরো বলেন, আমাদের এই ধরনের অভিযান চলতি এইচএসসি ও আলিম পরীক্ষায় অব্যাহত থাকবে।এদিকে, দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত শিক্ষকদেরও সূত্রে জানা গেছে, তারা কোন পরীক্ষার্থীকে অসাদুপায় ও নকল করার ক্ষেত্রে কোন প্রকার সুযোগ প্রদান করেননি। তাঁরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। আরো জানান, হয়তো কোন পরীক্ষার্থী হলে অসাদুপায় অবলম্বন করছিল, যা তাদের দৃষ্টিতে পরেনি। তারা এই অনৈতিক কাজের কোন প্রকার সহযোগিতা করেননি। ঈর্ষান্বিত কোন মহল কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সুনাম নষ্ট করার অপচেষ্টা করে থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ