Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফ্রান্সের পার্লামেন্টে আসন কমছে এক-তৃতীয়াংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

ফ্রান্স সরকার পার্লামেন্টের আসন সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনার একটি পরিকল্পনা ঘোষণা করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এ পরিবর্তন বিষয়ে ফরাসি প্রধানমন্ত্রী এদ্যুয়া ফিলিপ ও বিরোধীদল নিয়ন্ত্রিত সিনেট একমত হয়েছে। আসন সংখ্যা এক-তৃতীয়াংশ কমিয়ে আনার পাশাপাশি পার্লামেন্টের ১৫ শতাংশ সদস্য সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছেন ফিলিপ। তিনি বলেছেন, রাজনৈতিক ও পার্লামেন্টারি জীবনে গভীর সংস্কার সাধন করে এই বিলগুলো দায়িত্ব, প্রতিনিধিত্বশীলতা ও দক্ষতার উদ্দীপনা তৈরিতে অবদান রাখবে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবেই সরকার এ সংস্কারের পথে অগ্রসর হচ্ছে। নতুন এ পরিকল্পনা কার্যকর হতে পার্লামেন্টের দুই কক্ষেরই সম্মতি লাগবে। দেশটির নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এখন মোট ৫৭৭টি আসন আছে, উচ্চকক্ষ সিনেটে আছে ৩৪৮টি। ছোট দলগুলোর অভিযোগ, বর্তমান নির্বাচন পদ্ধতিতে তাদেরকে কোণঠাসা থাকতে হয়। গত বছরের নির্বাচনে ১৩ শতাংশ ভোট পেয়েও কট্টর ডানপন্থি ন্যাশনাল ফ্রন্ট নিম্নকক্ষে মাত্র আটটি আসন নিশ্চিত করতে পেরেছিল। ফ্রান্সের প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টের আসন সংস্কার বিষয়ে বিস্তৃত পরিকল্পনার কথা জানাচ্ছেন, তখনও সরকারের শ্রম আইন পরিবর্তনের একটি পরিকল্পনার বিরুদ্ধে রেল শ্রমিকদের দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছিল। এএফপি, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ