প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তার অভিষেকের আগেই বলিউডের অনেকে বলতে শুরু করেছিল, আগামী দিনের অ্যাকশন তারকা আসছে। ‘বাগি টু’ মুক্তি পাবার সঙ্গে সঙ্গে প্রমাণিত হলে সেই আগামীকাল এখন বর্তমান, আর শুরু হয়েছে বলিউডের এক নতুন অ্যাকশন সুপারস্টারের যাত্রা। টাইগার শ্রফের এই সাফল্যে তার বাবা জ্যাকি শ্রফ নিশ্চিত গর্ব বোধ করছেন। তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি এতোটা সাফল্য পেয়েছেন কিনা সন্দেহ। ‘হিরোপান্তি’ দিয়ে ২০১৪তে যাত্রা শুরু করলেও আসলে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সাব্বির খান পরিচালিত ১০১৬’র ‘বাগি’ ফিল্মটি দিয়ে বলিউডের আগামীর অ্যাকশন তারকা হিসেবে তিনি তার সম্ভাবনা প্রমাণ করেছিলেন টাইগার। তার ফিল্মটি ১২৬ কোটি রুপি আয় করেছিল।
মার্শাল আর্টস ভিত্তিক রোমান্স অ্যাকশন ফিল্ম ‘বাগি টু’ পরিচালনা করেছেন আহমেদ খান। টাইগারের সঙ্গে এতে অভিনয় করেছেন দিশা পাটানি, শিফুজি শৌর্য ভরদ্বাজ, প্রতীক বাব্বর, মনোজ বাজপেয়ি, রণদীপ হুদা, দীপক দোব্রিয়াল এবং একটি আইটেম দৃশ্যে পারফর্ম করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। শুক্রবার ফিল্মটি আয় করেছে ২৫.১ কোটি রুপি। শনিবার আর রবিবারের ২০.৪ কোটি রুপি আর ২৭.৬০ কোটি রুপি আয়ে সপ্তাহান্তে আয় হয়েছে ৮৩.১ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ১২.১ কোটি রুপি। বুধবার আর বৃহস্পতিবারের আয়েই ফিল্মটি ১০০ কোটি ক্লাবের সদস্য হবে। মনে রাখতে হবে দলিত সংগঠনের ভারত বন্ধকে মোকাবেলা করেই ফিল্মটি এই আয় করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।