মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় প্রচন্ড গরম ও ঝড়ো আবহাওয়ায় রোববার ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ এলাকার ঝোঁপঝাড় ও ঘাস পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং বহু গবাদী পশু মারা গেছে। স্থানীয়রা অন্যত্র চলে গেছে। শনিবার পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে বেশ কয়েকটি দাবানল শুরু হয়। গতকাল রোববার বাতাসের গতি পরিবর্তন হলে পরিস্থিতির অবনতি ঘটে। ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার ক্রেইগ লাপসলি রোববার সাংবাদিকদের বলেন, দাবানলে প্রায় ৪০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক’শ গবাদীপশু মারা যাবে। তিনি আরো বলেন, এই ঘটনায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এবিসি চ্যানেল জানিয়েছে, বাড়িগুলো ‘ধ্বংস’ হয়ে গেছে। তিনি আরো বলেন, ‘বড় ধরনের দাবানল জ্বলছে। আমারা নিয়ন্ত্রণে আনার আগেই দাবানলগুলো ছড়িয়ে পড়ছে।’ এদিকে আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে বাতাস বইছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।