Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়াইগ্রামে সাবেক বিডিআর কর্মকর্তা অপহৃত

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে গোলাম মোস্তফা স্বাধীন (৪৪) নামে বিডিআরের একজন সাবেক ল্যান্স নায়েককে অপহরণ করা হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে বনপাড়া বাজার থেকে তিনি অপহৃত হন। স্বাধীন নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর খাঁপাড়া গ্রামের মৃত মঞ্জুর হোসেন মিয়ার ছেলে। বর্তমানে তিনি বনপাড়া পৌরসভার হারোয়া এলাকায় বসবাস করতেন। তিনি বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। অপহৃতের পরিবার সুত্রে জানা যায়, শনিবার রাতে হাসপাতাল থেকে বের হয়ে তিনি বাড়ি যাবার জন্য বনপাড়া বাজারে আসেন। এ সময় আগে থেকে বাজারে অবস্থান নেয়া একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে দুইজন লোক বের হয়ে তাকে মাইক্রোবাসের কাছে ডেকে নেন। পরে তারা তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বনপাড়া বাইপাসের দিকে চলে যায়। এ ব্যাপারে স্বাধীনের স্ত্রী তাসলিমা হোসেন জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন জানান, ঘটনাটি শোনার পর সড়ক ও মহাসড়কগুলোতে টহল জোরদার করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহৃত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ