রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের ঘোর প্রদেশে ৩০ জন ব্যক্তিকে অপহরণের পর হত্যা করেছে ইসলামী স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত জঙ্গিরা। বিবিসি বলছে, প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, পাহাড়ি অঞ্চল থেকে জ্বালানির কাঠ সংগ্রহ করার সময় ওই ব্যক্তিদের অপহরণ করে জঙ্গিরা। স্থানীয় মানুষেরা তাদের উদ্ধারের চেষ্টা চালানোর মধ্যেই অপহৃত ওই ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়। আইএসের একজন কমান্ডারও এ সময় নিহত হন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। আফগানিস্তানে কিছুটা সমর্থন পাচ্ছে আইএস। কোনো কোনো অঞ্চলে এই বিদ্রোহীগোষ্ঠীটি অপর উগ্রপন্থি তালিবান গোষ্ঠীর বিরুদ্ধে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।