বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বন্যা রানী পালকে (১৭) অপহরণের অভিযোগে বোয়ালমারী থানায় মামলা করেছে তার পরিবার। ওই ছাত্রীর মা সূচিত্রা পাল বাদি হয়ে শুক্রবার রাতে পৌরসভার সাবেক মেয়র আ. শুকুর শেখ ও তার ছেলে সাহিন শেখ (২৫), জসিম শেখ (২৩) ও ছোট ভাই রুকু শেখকে (৩৩) আসামি করে এ মামলা দায়ের করেছেন। (মামলা নং ১৪)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বিকেলে বন্যা ময়েনদিয়া বাজার থেকে পূজা দেখে জয়পাশা গ্রামের বাড়ি ফেরার পথে হারান দাসের বাড়ির সামনে পৌঁছালে তাকে জসিমসহ তার সহযোগিরা মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ব্যাপারে সাবেক মেয়র শুকুর শেখ বলেন, আমি ঘটনার সম্পর্কে কিছু জানি না। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।