পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের রাজধানী লন্ডনে ইরানের দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি অপরাধীদেরকে দ্রæত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। গত শুক্রবার এ হামলার খবর শোনার পরপরই ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি ইরানি দূতাবাসের পূর্ণ নিরাপত্তা দিতে ব্রিটিশ পুলিশের প্রতি আহ্বান জানান। এরমধ্যে কয়েকজন হামলাকারী আটক হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন। আরাকচির প্রতিবাদের পর ব্রিটিশ রাষ্ট্রদূত লন্ডন সরকারের পক্ষে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, দাঙ্গা পুলিশ দূতাবাস ভবনের ভেতরে অবান নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলাকারীরা দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ওপর ওঠে এবং তারা ইরানের জাতীয় পতাকা নিচেই নামিয়ে ফেলে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।