পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : আফগান সরকারের দেওয়া শান্তি আলোচনার প্রস্তাব মেনে নিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের দূত তাদামিচি ইয়ামামোতো বলেন, ‘আলোচনার প্রস্তাবটি টেবিলেই রাখা আছে।’ পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে জাতিসংঘ মিশনের কর্মসূচির বার্ষিক পুনঃনবায়ন করতে ওই বৈঠক ডাকা হয়েছিল। ৯/১১ হামলার পর ২০০১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। আল কায়েদাকে সমর্থন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সন্ত্রাসবাদ বিরোধী ওই যুদ্ধে তালেবানরা ক্ষমতা থেকে উৎখাত হলে মার্কিন সমর্থনে সেখানে নতুন সরকার গঠিত হয়। ডন নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।