নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই সপ্তাহও হয়নি জীবনের সবচেয়ে বড় উপহারটা পেয়েছিলেন ইতালি জাতীয় ফুটবল দলের সদস্য ও সেরি আ’র দল ফিওরেন্তিনার অধিনায়ক ডেভিড আস্তরি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার আগেই বিদায় নিতে হলো পৃথিবী থেকে। মাত্র ৩১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তে পাড়ি জমিয়েছেন এই ডিফেন্ডার।
গতকাল লিগে উদিনেসির বিপক্ষে ম্যাচ ছিল আস্তরির ফিওরেন্তিনার। এজন্য দলের সঙ্গে হোটেলেই ছিলেন তিনি। ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল একটি ইতালিয়ান দৈনিকের বরাত দিয়ে জানায়, হোটেল লা ডি মোরেতে সকালে ঘুম থেকে উঠেননি আস্তরি। ফোন দিয়েও যখন তার সতীর্থরা তাকে সকালের নাশতার টেবিলে পাচ্ছিল না তখন হোটেলের দরজা ভেঙে ফেলা হয়। অধিকাংশের ধারণা হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয় আস্তরির।
আস্তরির ক্লাব ফিওরেন্তিনা দুর্ঘটনার বিষয়টা তাদের টুইটার পেজের মাধ্যমে নিশ্চিত করে। তারা জানা, ‘হঠাৎ অসুস্থ হয়ে অধিনায়ক ডেভিড আস্তরির মৃত্যুর খবর প্রকাশ করতে হওয়ায় ফিওরেন্তিনা গভীরভাবে শোকাহত।’ তার সম্মানার্থে গতকালের (রবিবারের) লিগের সব ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করে সেরি আ কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল মিলান ডার্বির হাউভোল্টেজ ম্যাচও।
জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন আস্তরি। ২০১৬ সালে ফিওরেন্তিনায় যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে ৫৮টি ম্যাচে অংশ নিয়েছেন। এর আগে এসি মিলান, কালিয়ারি ও রোমার হয়ে খেলেছেন আস্তরি।
শুধু সেরি আ নয়, তার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো উইরোপের ফুটবলাঙ্গনে। বিভিন্ন ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ঠ ব্যাক্তিরা আস্তরির মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের উপর সমবেদনা জ্ঞাপন করেছেন। জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা তার টুইটার পেজে বলেন, ‘বলার মত কোন ভাষা নেই। শান্তিতে থেকো ডেভিড আস্তরি।’ ইতালি লিজেন্ড আন্দ্রে পিরলো তার টুইটার পেজে একটি ছবি পোস্ট করেন। যেখানে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ছিলেন আস্তরিও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।