Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আশঙ্কা নিয়ে এসেছিলাম,অনেক অনেক ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি

তারাকান্দা(ময়মনসিংহ)সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৭ পিএম

ময়মনসিংহের তারাকান্দা, নবগঠিত উপজেলাটিতে এসিল্যান্ড হিসেবে কাজ করতে গিয়ে মনে অনেক শঙ্কা ছিলো।একটা আশঙ্কা ছিলো গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নিজের এলাকায় দায়িত্ব পালনে কতটা আন্তরিক হবেন এর আপামর জনসাধারণ এবং রাজনৈতিক নেতাকর্মীরা।কিন্তু যে আশঙ্কা নিয়ে এসেছিলাম তার চেয়ে অনেক বেশী ভালোবাসা নিয়ে আজ বিদায় নিচ্ছি।দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি।যার জন্য আমি ঋনী।সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকায় যোগদানের কথা রয়েছে আমার।মাননীয় প্রতিমন্ত্রীসহ,রাজনৈতিক নেতৃবৃন্দ,উপজেলা চেয়ারম্যান,ইউএনও স্যারসহ সকলেই আমাকে আমার দায়িত্বপালনে সহযোগীতা করেছেন।সকলকে বিদায়ের পূর্ব মুহূর্তে ধন্যবাদ জানাই।নিজের দেয়া বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে এভাবেই তারাকান্দাকে ছেড়ে গেলেন জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়া তারাকান্দার জিন্নাত শহীদ পিংকি।

৬ সেপ্টেম্বর(মঙ্গলবার)বদলী জনিত কারণে এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকির বিদায়ে তারাকান্দায় নবাগত এসিল্যান্ড(সহকারী কমিশনার ভূমি)হিসেবে যোগদান করেছেন ফাহমিদা সুলতানা।

জানাগেছে,তারাকান্দায় এসিল্যান্ড হিসেবে নিজের কর্মকালীন সময়ে ২০২১ সালের অক্টোবর মাস থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে হোল্ডিং রেজিস্ট্রেশন শুরু করে চলতি বছরের জানুয়ারী পর্যন্ত ৮৭ হাজার ১ শত ২৩ টি হোল্ডিং রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।রেকর্ড পরিমান ই-নামজারি এবং সরকারী খাশ জমি উদ্ধার,৮৭% মিসকেস নিম্পত্তি,সততার সাথে ভূমিসেবা প্রদানের জন্য চলতি বছরে জেলায় শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হন বিদায়ী এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকি।

তারাকান্দা উপজেলা প্রশাসন হলরুমে নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে বদলী জনিত কারণে জিন্নাত শহীদ পিংকির বিদায় এবং নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদানকৃত ফাহমিদা সুলতানার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক।

এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকন,সহসভাপতি মেজবাহ-উল-আলম রুবেল চৌধুরী,যুগ্ম-সাধারণ সম্পাদক আজারুল ইসলাম সরকার,অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ,বীরমুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,সামাজিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদায় নিচ্ছি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ