Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমবিরোধী ৯ শতাধিক হামলা জার্মানিতে

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৭ সালে জার্মানিতে মুসলিম নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৯৫০টির বেশি হামলার ঘটনা নথিভুক্ত করেছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদে পাঠানো তথ্যের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে জার্মানির স্থানীয় দৈনিক পত্রিকা নিও ওসানব্রæকনার জিউতুং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এর মধ্যে ৬০টি ঘটনায় সরাসরি মসজিদে হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৩৩ জন আহত হন। অনেক হামলায় মসজিদে শূকরের রক্তও ব্যবহার করা হয়েছে বলে পত্রিকাটির খবরে বলা হয়। গত বছরই প্রথম জার্মানিতে ইসলামবিরোধী হামলা আলাদাভাবে নথিভুক্ত করা শুরু হয়। তবে দেশটিতে অভিবাসীদের বিরুদ্ধে হামলার সঙ্গে এই হামলার তুলনামূলক তথ্য মন্ত্রণালয়টি প্রকাশ করেনি। তবে এসব হামলার প্রায় সবই দেশটির ডানপন্থী চরমপন্থীরা চালিয়েছে বলে খবরে বলা হয়। জার্মানির কেন্দ্রীয় মুসলিম কাউন্সিলের প্রধান আইমান মাজেয়েক ওই পত্রিকাকে বলেন, মুসলিম ও মুসলিম প্রতিষ্ঠানের ওপর হামলার প্রকৃত হামলার ঘটনা আরও অনেক বেশি। কারণ কর্তৃপক্ষ অনেক ঘটনাকে এখনও পর্যবেক্ষনের আওতায় নেয়নি। আবার অনেক সময় ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করতে পারে না। রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ