Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলা আহত-২

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বিবি মরিয়ম (৫০) ও আরিফা (২৮) নামে ২জন আহত হয়েছে। আহতদের সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের উত্তর পেয়ারাপুর গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন থেকে উত্তর পেয়ারাপুর গ্রামের মুন্সিবাড়ির মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে বিবি মরিয়মের সাথে একই বাড়ির মৃত আব্দুল মান্নানের সন্তানদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিবি মরিয়ম বাদী হয়ে পিটিশন মামলা দায়ের করলে গত ১৪/১১/২০২২ইং তারিখে বিজ্ঞ আদালত বিরোধীয় ভূমিতে কোনো প্রকার জবরদখল ও দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
ভুক্তভোগী বিবি মরিয়ম জানান, প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার সকালে আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম(৪০), আলমগীর(৪৩),সাখাওয়াত (৩৩), সোলেমান (২৮) ও কিশোর গ্যাং সদস্য তাসরিফ বাহিনীর নেতৃত্বে মুখোশধারি বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় তার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেয় হামলাকারীরা।
এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক জানান তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাসী হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ