প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড আর ভারতীয় টেলিভিশনের সীমানা এখন প্রায় মিলিয়ে গিয়েছে বলা চলে। এই বছরের শেষে অক্ষয় কুমারের ‘গোল্ড’ ফিল্ম দিয়ে টিভি তারকা মৌনী রায়ের বলিউড অভিষেক হতে যাচ্ছে। অঙ্কিতা লোখান্ডেকে কঙ্গনা রানৌতের ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’তে দেখা যাবে। সর্বশেষ আরেক টিভি নায়িকার বলিউড অভিষেক হতে যাচ্ছে।
নিশ্চিত হওয়া গেছে ‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালের জন্য খ্যাত দীপিকা কাকারের বলিউডে অভিষেক হবে এই বছরের শেষে।
ভারতে কয়েকদিন আগে দীপিকা একটি ইনস্টাগ্রাম পোস্টে নিশ্চিত করেছেন জেপি দত্ত’র ‘পল্টন’ ফিল্মের কাস্টে যোগ দিয়েছেন তিনি। চলচ্চিত্রটির পোস্টারের সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন : “প্রথমেই জেপি দত্ত’র ফিল্মের চেয়ে বেশি আমি আর কী আশা করতে পারি!! অতুলনীয় এক সম্মান #পল্টন।”
সপ্তাহ খানেক আগে এশা গুপ্ত, সোনাল চৌহান এবং মনিকা গিল চলচ্চিত্রটির শিল্পী তালিকায় যোগ দেন। এশা অর্জুন রামপাল রূপায়িত চরিত্রের স্ত্রীর ভূমিকায় আর মনিকা হর্ষবর্ধন রাণে অভিনীত চরিত্রের প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন।
চলচ্চিত্রটি নির্মিত হবে ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধে নিয়ে।
বলিউড শীর্ষ পাঁচ
১ পদ্মাবত
২ টাইগার জিন্দা হ্যায়
৩ নাইন্টিন টোয়েন্টিওয়ান
৪ মুক্কাবাজ
৫ কালাকান্ডি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।