বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে ঃ আগামী ২৭ জানুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নরসিংদীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার সম্মেলন কক্ষে নরসিংদী জেলা জমিয়াতুল মোদার্রেছীন এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি মাওলানা আবদুল জলিল। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবু রায়হান ভূঁইয়া, জামেয়া কাসেমিয়ার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, পৌলানপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মজিবুর রহমান, চরমাধবপুর মদিনাতুল উলূম আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদীন, দিঘীরপাড় দারুল উলূম ইসলামীয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ নুরুল্লাহ, ভূইয়ম ইসলামীয়া দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোঃ হেলাল উদ্দিন, চিনিশপুর দাখিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আবদুর রশিদ, মাদরাসায়ে গাউছিয়া পেশোরিয়া সুন্নীয়ার প্রিন্সিপাল মাওলানা মোঃ আবুল হোসাইন, ডাঙ্গা দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ শামসুল হক, গদাইরচর আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ হেলাল উদ্দিন, চিনিশপুর আবু বকর ইসলামীয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মোঃ আনোয়ার হোসেন, গজারিয়া দাখিল মাদরাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোঃ রুহুল আমিন, দশদোনা ইসলামীয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহ মু. জাকারিয়া প্রমুখ।
বক্তাগণ বলেন, জমিয়াতুল মোদার্রেছীন মাদরাসা শিক্ষকদের প্রাণপ্রিয় সংগঠন। মাদরাসার শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন তথা তাদের জীবন মানের উন্নতি সাধনের জন্য এই সংগঠন কাজ করে যাচ্ছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মান্নান (রহমাতুল্লাহি আলাইহি) মাদরাসার শিক্ষকদের পেশাগত সুবিধা বৃদ্ধিসহ শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাদরাসার শিক্ষকরা আজীবন মাওলানা মান্নান সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বর্তমানে তারই সুযোগ্য পুত্র, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, জমিয়াতুল মোদার্রেছীনের দায়িত্ব নিয়ে মাদরাসার শিক্ষকদের ঐক্য অটুট রেখেছেন। সংগঠনের প্রতি মাদরাসার শিক্ষকদের আস্থা বৃদ্ধি করেছেন। পিতার মতোই বাহাউদ্দিন সাহেবের সুযোগ্য নেতৃত্ব জমিয়াতুল মোদার্রেছীনকে মাদরাসা শিক্ষকদের স্বার্থরক্ষাকারী এক কেন্দ্রিক সংগঠনে পরিণত করেছে। তারা বলেন, এ এম এম বাহাউদ্দীন সাহেবের গতিশীল নেতৃত্বে জমিয়াতুল মোদার্রেছীন দেশের এক অন্যন্য সংগঠনে পরিণত হবে। তারা ২৭ জানুয়ারী মহাসমাবেশ সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, নরসিংদীর প্রতিটি মাদরাসা থেকে বাসযোগে শিক্ষকরা মহা-সমাবেশে যোগদান করবেন। এ উপলক্ষে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার শিক্ষকদের জন্য ৩০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মাওলানা আবু রায়হান ভূঁইয়া ২৭ জানুয়ারী ফজরের নামাজের পর মাদরাসা শিক্ষকদেরকে নিজ নিজ উপজেলার নির্ধারিত বাসস্ট্যান্ডসমূহে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।