গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরে প্রধান সড়কে শত শত মানুষের যাতায়াতকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা এক তরুণকে (২২) পথরোধ করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মিরপুর-১২ নম্বরের মিরপুর সিরামিক ওয়ার্কসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলা মিরপুর সিরামিক ওয়ার্কসের সামনে প্রধান সড়কে রিকশায় করে যাওয়ার সময় এক তরুণের গতিরোধ করে ১৮-২৫ বছর বয়সী তিন ছিনতাইকারী। তারা তরুণটিকে মারধর করে তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ওই রাস্তা দিয়ে শত শত যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার চলাচল করছিল। প্রকাশ্যে ছিনতাইয়ের এ ঘটনা দেখে কয়েকটি বাসের যাত্রী চিৎকার করে উঠলে ছিনতাইকারীরা দৌড়ে দেয়াল টপকে মিরপুর সিরামিকের ভেতরে চলে যায়।
পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত এ ধরনের কোনো খবর পায়নি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।