Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দিন ধরে সরকারবিরোধী প্রচন্ড বিক্ষোভ ইরানে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয় হ্রাস ও বিরোধীদের আটকে রাখার প্রতিবাদ

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানে যে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে তা গতকাল শুক্রবার আরও কিছু শহরে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বলছে, তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং দুর্নীতির কারণে ক্ষুব্ধ। পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহ এবং দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এরমধ্যে কেরমানশাহ শহরের বিক্ষোভে বহু মানুষ যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার বড় বিক্ষোভ হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে।
সোশ্যাল মিডিয়ায় দেশের আরও অনেক জায়গায় সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। তেহরানের গভর্নর হুঁশিয়ারি দিয়েছেন যে, এরকম সরকার বিরোধী বিক্ষোভের কোন অনুমতি নেই এবং পুলিশ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বিক্ষোভকারীদের মূল অভিযোগ হচ্ছে, প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। ডিমের দাম এক সপ্তাহেই বেড়ে দ্বিগুণ হয়েছে। তবে কোন কোন বিক্ষোভে সরকার বিরোধী রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করা হচ্ছে।
বিবিসির ফারসী বিভাগের কাসরা নাজি বলছেন, হঠাৎ করে দু’দিন ধরে এই বিক্ষোভ ইরানের সরকারকে বেশ অবাক করেছে। ইরানের এরকম স্বতঃস্ফূর্ত সরকার বিরোধী বিক্ষোভ বেশ বিরল। ইরানের বিপ্লবী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এরকম বিক্ষোভ যাতে হতে না পারে, সেজন্যে বেশ সতর্ক থাকে।
ইরানের সরকার যথারীতি এই বিক্ষোভের জন্য ‘প্রতি বিপ্লবী’ এবং ‘বিদেশি এজেন্টদের’ দায়ী করছে। কাসরা নাজি বলেন, যেভাবে ইরানের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, সেটাই হয়তো এই বিক্ষোভের মূল কারণ।
একটি জরিপে দেখা যাচ্ছে, গত দশ বছরে ইরানের গড়পরতা একজন মানুষের আয়-উপার্জন প্রায় তিরিশ শতাংশ কমে গেছে। অনেকে মনে করে, ইরানের নেতারা বিদেশে যুদ্ধ চালাতে গিয়ে প্রচুর অর্থ খরচ করছেন, যা তাদের দেশেই ব্যয় করা উচিৎ। শিয়া ইসলামের প্রচারের কাজেও তারা শত শত কোটি টাকা খরচ করছে।
কাসরা নাজি আরও বলেন, ইরানের কট্টরপন্থীরাই হয়তো সংস্কারবাদী প্রেসিডেন্ট হাসান রুহানির বিরুদ্ধে এই বিক্ষোভের সূচনা করেছিল। কিন্তু এটি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
প্রেসিডেন্ট হাসান রুহানি ২০১৫ সালে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে যে পরমাণু চুক্তি সই করেন, তারপর বলেছিলেন, এর ফলে এখন ইরানের অর্থনীতি ভালো হবে।
এই চুক্তির পর ইরানের অর্থনীতি মন্দা থেকে বেরিয়ে আসে, কিন্তু অনেক ব্যবসা-বাণিজ্য এখনো বিনিয়োগের অভাবে সঙ্কটে রয়েছে। সূত্র : বিবিসি



 

Show all comments
  • চাঁদনী ৩০ ডিসেম্বর, ২০১৭, ৪:০১ এএম says : 0
    আর আমাদের দেশে ?????????????????
    Total Reply(1) Reply
    • মোমিন ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:১২ পিএম says : 4
      ভাই আমাদের দেশে বিক্ষোভ করার সুযোগ না বললেই চলে
  • বশির ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:০১ পিএম says : 0
    আশা করি তাদের অভন্তরীণ সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে
    Total Reply(0) Reply
  • কাওসার আহমেদ ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:০৮ পিএম says : 0
    ইরানে অভ্যন্তরীণ সমস্যা হলে যুক্তরাষ্ট্র ইসরাইলসহ তাদের বিরোধীরা সুযোগ নেয়ার চেষ্টা করবে। তাই তাদেরকে সতর্ক থাকতে হবে।
    Total Reply(1) Reply
    • তানিয়া ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:১২ পিএম says : 4
      একদম ঠিক কথা বলেছেন।
  • Md Raihan Hossen Tanzil ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:২০ পিএম says : 0
    দালালেরা ঢুকে পড়েছে।।।। একদম লিবিয়া এবং ইরাকের মতোই হচ্ছে ।
    Total Reply(0) Reply
  • Zia Uddin Ahmed ৩০ ডিসেম্বর, ২০১৭, ৩:২২ পিএম says : 0
    কোনো সন্দেহ থাকার অবকাশ নেই এর পেছনে রয়েছে আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, ইরানেও ইরাক আফগানিস্তানের মতো কিছু গাদ্দার তৈরি করার চেষ্টা করছে। তবে তারা ইরানে সফল হওয়ার সম্ভাবনা কম!
    Total Reply(1) Reply
    • Md. Shafiqul Islam ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:১৭ এএম says : 4
      কোনো সন্দেহ থাকার অবকাশ নেই এর পেছনে রয়েছে আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ, ইরানেও ইরাক আফগানিস্তানের মতো কিছু গাদ্দার তৈরি করার চেষ্টা করছে। তবে তারা ইরানে সফল হওয়ার সম্ভাবনা কম!

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ