Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

জমিয়াতুল মোদার্রেছীন রাউজান উপজেলার বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:৩০ পিএম, ২০ ডিসেম্বর, ২০১৭

এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাউজান উপজেলার উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। জমিয়াতুল মোদার্রেছীনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল হাফেজ আবু জাফর ছিদ্দিকী ও সেক্রেটারী আল্লামা মুফাচিছর মোহাম্মদ ইউনুচ রেজভী জানান, জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও রাউজান সদরস্থ দারুল ইসলাম ফাজিল মাদরাসা কেন্দ্রে ৩৫ টি মাদরাসার ৩৩৮ জন ছাত্র-ছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৪র্থ ও ৭ম শ্রেণীর এই মেধাবৃত্তি পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। এতে ৪র্থ শ্রেণীর ১৬৩ জন ও ৭ম শ্রেণীর ১৭৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের প্রায় ৪ শতাধিক অভিভাবক গেইটের বাইরে অপেক্ষায় থাকে নিজ সন্তান কেমন পরীক্ষা দিচ্ছে সে আগ্রহ নিয়ে। ছেলেকে নিয়ে আসা অভিভাবক জাহাঙ্গীর আলম সিকদার বলেন, আমার ছেলে ৪র্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক,রোল ৫০৪ প্রথম বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় আমি নিজেকে ধন্য মনে করছি। এই সব বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেধা বিকাশে যথেষ্ট ভুমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। পরীক্ষাকালীন সময়ে জমিয়াতুল মোদার্রেছীনের উপদেষ্টা পরিষদ ও কার্য্যকরী পরিষদের নেতৃবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন গহিরা কামিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব আল্লামা ইব্রাহীম নঈমী, সাংবাদিক এস এম শহীদুল্লাহ, প্রিন্সিপাল আল্লামা সাফওয়ানুল করিম, আল্লামা রফিক আহমদ ওসমানী, আল্লামা প্রিন্সিপাল আমির আহমদ আনোয়ারী, প্রিন্সিপাল আবু মোশতাক আল কাদেরী, অধ্যাপক আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী, প্রিন্সিপাল আলহাজ্ব আবদুল মান্নান চৌধুরী, সাংবাদিক এম বেলাল উদ্দিন, সুপার হাফেজ আল্লামা শাহআলম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন মওলানা আবুল হাসেম, এটিএম আবদুল হাই, অধ্যপক ওসমান গনী, অধ্যাপক নাসির উদ্দিন, মওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, মাস্টার হারুনুর রশীদ, মওলানা হানিফ উদ্দিন, হিসাব নিরক্ষক মওলানা নাছির উদ্দিন প্রমুখ।

দোয়া কামনা করেছেন প্রিন্সিপাল হাফেজ আবু জাফর ছিদ্দিকী
রাউজান উপজেলা জমিয়াতুল মোদারের্ছীন সভাপতি প্রিন্সিপাল হাফেজ আবু জাফর ছিদ্দিকী আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে ওমরা পালনের লক্ষে সউদি আরবের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন। তিনি আগামী ২ জানুয়ারী দেশে ফেরার কথা রয়েছে। তিনি সকলের নিকট দোয়া কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ