পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামের বাঁশখালী পৌর এলাকায় ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত দিদারুল আলম (৩০) পৌর সদরের উত্তর জলদি মানিকপাড়া এলাকার নজির আহমদের পুত্র। মানিকপাড়ার সমবয়সী আব্দুল মালেক শুক্রবার রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে তার পিঠে ছুরি মারে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত ১টায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৪০ মিনিট পর দিদারুল মারা যান। দিদারের প্রতিবেশী নাজিম বলেন, রাতে আহত অবস্থায় দিদার জানিয়েছে রাত সাড়ে ৯টায় দিকে মোবাইলে ফোন করে তাকে বাড়ি থেকে বের হতে বলে মালেক। বের হওয়ার পর তার সাথে কথা বলতে বলতে কিছুদূর হেঁটে যায়। এক পর্যায়ে মালেক তাকে ছুরি মারে। এ ঘটনার পর বাঁশখালী থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ১৫ থেকে ২০ দিন আগে একটি বিষয় নিয়ে মালেক ও দিদারের মধ্যে কথা কাটাকাটি হয়। স্থানীয় মুরুব্বিরা বিষয়টা মিটমাট করিয়ে দেন। কিন্তু মালেকের মনে ক্ষোভ ছিল। তাই সে ডেকে নিয়ে দিদারের পিঠে ছুরিকাঘাত করে। ঘটনার পর থেকে মালেক পলাতক জানিয়ে ওসি আলমগীর হোসেন বলেন, তাকে ধরতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।