নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
একই রাতে তিন তিনটি অপ্রত্যাশিত ফল দেখা গেল ইউরোপিয়ান ঘরোয়া লিগ ফুটবলে। ঘরের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ ড্র করে বসে বার্সেলোনা। লা লিগার শীর্ষস্থানধারীদের সঙ্গে ব্যবধান ঘোচানোর এই সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। গোলশূন্য ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। কিন্তু শেষ রক্ষে হয়নি নেইমার-কাভানির পিএসজির। মৌসুমে প্রথমবারের মত হারের স্বাদ নিতে হয়েছে ফ্রেঞ্চ লিগ ওয়ান শীর্ষস্থানধারীদের। তাও আবার লিগে নবাগত স্টার্সবুর্গের বিপক্ষে (২-১)।
পরশু রাতে ফুটবল রোমান্টিকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল আর্সেনালের এমিরেটস ও নাপোলির সান পাওলোকে ঘিরে। এমিরেটসে প্রিমিয়ার লিগের ম্যাচে গানারদের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটডে। যে ম্যাচে হোসে মরিনহোর ১০ জনের দলের সঙ্গেও পেরে ওঠেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা, হেরেছে ৩-১ গোলে। রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেন জেসে লিঙ্গার্ড। ৭৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পল পগবা। তবে অবিশ্বাস্য সব সেভে রেড ভক্তদের মুদ্ধতায় ভাসিয়ে প্রসংশা কুড়িয়েছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
আর সান পাওলোয় সেরি আ লিগে ছিল জুভেন্টাসের কঠিন পরীক্ষার রাত। হারলেই সেরি আ শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়তে হত ৭ পয়েন্টে। কিন্তু তা হতে দেননি আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। তার একমাত্র গোলেই নাপোলির মাঠ থেকে ১-০ গোলের হাসি নিয়ে ফেরে জুভারা। ফলে শীর্ষে থাকা নাপোলির সঙ্গে এখন টানা ছয়বারের সেরি আ জয়ীদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে একে। টানা ২৬ ম্যাচ পর হারের স্বাদ পেল নাপোলি। এই ম্যাচ দিয়ে লিগে টানা ৪৪ ম্যাচ গোল করার অনন্য এক রেকর্ড গড়েছে জুভেন্টাস।
ঘরের মাঠে বার্সেলোনার ড্রটা ছিল অপ্রত্যাশিতই। ভাগ্য সহায় হলে প্রথমার্ধেই অন্তঃত তিন গোলে এগিয়ে থাকতে পারত কাতালানরা। কিন্তু লিওনেল মেসির একটি করে শট পোস্টে লেগে প্রতিহত হয়। সহজ সুযোগ নষ্ট করেন পাওলিনহো। এর মাঝেই ¯্রােতের বিপরীতে পিছিয়ে পড়ে বার্সা। ইয়াগো আসপাসের ভয়ঙ্কর দুই আক্রমণেই তছনছ হয়ে যায় ন্যু ক্যাম্প। প্রথমে নিজে দলকে এগিয়ে নেন আসপাস। এরপর দুই আর্ধে মেসি ও সুয়ারেজের গোলে উল্টো লিড নেয় বার্সা। কিন্তু ৭০তম মিনিটে আবারো আসপাস তান্ডব। এবার অবশ্য নিজে গোল করেননি, করান গোমেজ গঞ্জালেজকে দিয়ে। পরে শত চেষ্টা করেও সফরকারীদের গোলমুখ খুলতে পারেননি মেসি-সুয়ারেজরা।
পয়েন্ট তো হারাতেই হয়েছে সেই সঙ্গে আরো একটি দুঃসংবাদ শুনতে হয়েছে বার্সেলোনা ভক্তদের। প্রায় আট সপ্তার জন্য হ্যামিস্ট্রিং চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন স্যামুয়েল উমতিতি। তার মানে চলতি মাসেই মহাগুরুত্বপূর্ণ ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচে এই ডিফেন্ডারকে পাবে না বার্সা।
রিয়ালের হতাশাটা আরো বড়। তাদের সামনে সুযোগ ছিল শিরোপা দৌড়ে এড়িয়ে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধানটা ছয়ে নামিয়ে আনার। কিন্তু পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমারা। দুজরেনই একটি করে শট বারে লেগে প্রতিহত হয়। এ নিয়ে টানা তিন ম্যাচ প্রতিপক্ষের মাঠে জয়হীন থাকল লস বø্যাঙ্কোসরা। গত নয় বছরে যে ঘটনা প্রথম। কেইলর নাভাস ইনাকি উইলিয়ামস ও আদুরিজকে অমন অবিশ্বাস্যভাবে গোলবঞ্চিত না করলে হারের মাল্য পরেই মাঠ ছাড়তে হত জিনেদিন জিদানের দলকে।
শেষ দিকে কিছু সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় রিয়ালকে। ৮৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক সার্জিও রামোস। আগের ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে নাক ভেঙ্গে ফেলায় এদিন মুখোশ পরে মাঠে নেমেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার। কিন্তু এর পরও স্বভাবে দেখা গেছে সেই পুরোনা রামোসকেই। এ নিয়ে লা লিগার রেকর্ড ১৯ বারের মত লাল কার্ড দেখলেন রামোস, সব প্রতিযোগিতা মিলে ২৪ বার।
তবে রিয়াল না পারলেও মাদ্রিদেরই আরেক দল অ্যাটলেটিকো ঠিকই রিয়াল সোসিয়াদাদকে ২-১ গোলে হারিয়ে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়ে নামিয়ে এনেছে। চারে থাকা রিয়ালের চেয়ে পরিষ্কার দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে তিনে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলা ভ্যালেন্সিয়ার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সা।
ইউরোপিয়ান ফুটবল
লা লিগা
বার্সেলোনা ২ : ২ সেল্টা ভিগো
অ্যাট. মাদ্রিদ ২ : ১ রিয়াল সোসিয়াদাদ
সেভিয়া ২: ০ দিপোর্তিভো.
অ্যাথ. বিলবাও ০ : ০ রিয়াল মাদ্রিদ
লেগানেস ৩ : ১ ভিয়ারিয়াল
প্রিমিয়ার লিগ
চেলসি ৩: ১ নিউক্যাসল
ব্রাইটন ১ : ৫ লিভারপুল
এভারটন ২: ০ হাডার্সফিল্ড
লেস্টার ১ : ০ বার্নলি
স্টোক ২ : ১ সোয়ানসি
ওয়াটফোর্ড ১ : ১ টটেনহ্যাম
ওয়েস্ট ব্রæম ০ : ০ ক্রিস্টাল প্যালেস
আর্সেনাল ১ : ৩ ম্যান উই
ফ্রেঞ্চ লিগ ওয়ান
স্টার্সবুর্গ ২ : ১ পিএসজি
লিলি ১ : ০ তুলুজ
মোনাকো ১ : ০ অঁজার
নিস ৩ : ১ মেৎস
রেঁনি ২ : ০ আমিয়েন্স
ত্রয়া ০ : ১ গুইঁগাম্প
বুন্দেসলিগা
ফ্রেইবুর্গ ০ : ০ হামবুর্গার
লেভারকুসেন ১ : ১ ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ ৩ : ১ হ্যানোভার
হফেনহেইম ৪ : ০ লাইপজিগ
মেইঞ্জ ১ : ৩ অগাসবার্গ
ভের্ডার ব্রিমেন ১ : ০ স্টুটগার্ট
শালকে ২ : ২ কোলন
সেরি আ
নাপোলি ০ : ১ জুভেন্টাস
তরিনো ১ : ১ আটলান্টা
বেনাভেন্তো ২ : ২ এসি মিলান
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।