Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন স্থানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা

শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদরাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারিদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের সম্মেলন সফল করার জন্য দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় সভা করা হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
যশোর ব্যুরো জানায়, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্মেলন আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যশোরে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে গোটা অঞ্চলের মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের মধ্যে। ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদরাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারিদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের সম্মেলন সফল করার জন্য যশোর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও সম্পাদকগণ যশোরে প্রস্ততি সভা করেছেন।
যশোর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলাম দফায় দফায় বিভিন্ন জেলা ও উপজেলায় গিয়ে প্রস্ততি সভা করছেন। মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের প্রাণের দাবি আদায়ের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন। প্রধান বক্তা হিসেবে থাকবেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী।
বরিশাল ব্যুরো জানায়, ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির প্রেক্ষিতে ইসলামাবাদ বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামাবাদ বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বরিশাল শাখার সভাপতি মাওঃ মোঃ ইব্রাহীম খান। সভায় মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপাধ্যক্ষ আঃ রহমান হাসেমী, সহঃ অধ্যাপক মোঃ জামাল উদ্দিন শিকদার, ইংরেজী প্রভাষক এইচএম মুজিবুর রহমান সহ গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তাগন উক্তদ দাবীর স্বপক্ষে তাদের জোরালো মতামত ব্যক্ত করেন।
ল²ীপুর জেলা সংবাদদাতা জানান, বেসরকারী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক ল²ীপুরের ১৫৪টি মাদরাসায় গতকাল সোমবার ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল মোদার্রেছীন ল²ীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেন। রামগঞ্জ উপজেলার রাব্বানিয়া কামিল মাদ্রাসার হল রুমে সোমবার দুপুরে উপজেলার জমিয়াতুল মোদার্রেছীন শাখার উদ্যোগে বেসরকারী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে সাংবাদিকদের সাথে মাদরাসার শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি প্রিন্সিপাল মো: এ,এইচ,এম মোস্তাক আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ হাজী জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন, উপাধ্যক্ষ একেএম ইউসুফ, মাসুম ফারুকী প্রমূখ।
ভোলা জেলা সংবাদদাতা জানান, মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে গতকাল সোমবার দুপুরে ১২টায় দক্ষিণাঞ্চলের শত বছরের ঐতিহ্যবাহী ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আঃ রহিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন ১৯৩৭ সালে কলিকাতায় মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও ছাত্র শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ের লক্ষে গঠিত হয় বাংলা আসাম জমিয়াতুল মোদার্রেছীন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে অবস্থিত এই নাম করণ করা হয় পূর্ব পাকিস্তান জমিয়াতুল মোদার্রেছীন। ১৯৭১ সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটলে এ নাম পরিবর্তন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নামকরণ করা হয়। নবপর্যায়ে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর প্রতিষ্ঠাতা-পুরুষ আলেম কুল শিরমনি জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা এম.এ মান্নান (রহঃ) বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বঞ্চিত, অবহেলিত, মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য যে সব সুযোগ-সুবিধা জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে এনে দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৭৮ সালে মে মাসে গঠিত হয় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন। আলহাজ্ব মাওলানা এম.এ মান্নান (রহঃ) কে এ ফেডারেশনের কনভেনর নির্বাচন করা হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি মাওলানা এম.এ মান্নান (রহঃ) এর সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে ১৯৮২ সালে বেসরকারী শিক্ষকদের সর্ব প্রথম ৩০% মহার্ঘ ভাতা লাভ করে। ১৯৮৪ সালে ইনক্রিমেন্ট, হাউসরেন্ট ও মেডিকেল এলাউন্স আদায় করেন।
মাওলানা এম.এ মান্নান (রহঃ) সুযোগ্য সন্তান বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সুযোগ্য সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক, এদেশের মাদ্রাসা শিক্ষক, পীর মাশায়েখদের নয়নের মনি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন তাঁর বাবার সকল অর্জনকে টিকিয়ে রাখা এবং অন্যান্য অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে অত্যন্ত বলিষ্ঠ ও ফলপ্রসূ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার নেতৃত্বে ইতিমধ্যেই শত বছরের দাবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষার আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমাদের অনেক দাবি পূর্ণ হয়েছে। জমিয়াতুল মোদার্রেছীনের নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সংগ্রামী মহাসচিব আলহাজ্ব প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহাম্মেদ মোমতাজী যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সমগ্র বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে জমিয়াতুল মোদার্রেছীনের পতাকাতলে দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা ও অঘাত বিশ্বাস রয়েছে। প্রধান আলোচক আরো বলেন, আমাদের শিক্ষকদের না আছে অর্থ না আছে সামাজিক মর্যাদা পৃথিবীর অনেক দেশেই শিক্ষকদের বেতন-স্কেল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির পরবর্তী স্কেল অথচ আমাদের দেশে স্কুল পর্যায়ের শিক্ষকদের মর্যাদা তৃতীয় শ্রেণীর এ বড় লজ্জার এবং অপমানের, আমরা শিক্ষকদের এরকম অমর্যাদাকর অবস্থান চাইনা। আমরা চাই “আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শীর” কবিতার এই লাইনটির সঠিক বাস্তবায়ন শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হলে জাতি মর্যাদাশীল হবে। শিক্ষার উন্নতি করতে হলে শিক্ষকের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তাই শিক্ষকের চাকরি জাতীয়করণ ছাড়া এর বিকল্প নেই। আমাদের প্রত্যাশা দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থা অনতিবিলম্বে জাতীয়করণের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্র ঘোষিত মাস ব্যাপী কর্মসূচি বাস্তবায়নের মধ্যমে ইনশাআল্লাহ আমাদের ন্যায্য দাবি ও সাংবিধানিক অধিকার অর্জিত হবে। সভার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল বাশার মোঃ আঃ রহিম সকলকে অতিতের ন্যায় জমিয়াতুল মোদার্রেছীনের পতাকাতলে ঐক্যবদ্দ থেকে দাবি আদায়ের সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহŸান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার প্রধান মোহাদ্দিস মাওলানা মোঃ ফয়জুল্লাহ, প্রধান ফক্হি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্যাহ, সহকারি অধ্যাপক মাওলানা মোঃ ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা বেসরকারী মাদরাসা ( ইবতেদায়ীসহ) কলেজ এর শিক্ষক/ কর্মচারী গনের জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত হয় গত শনিবার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আলহাজ মাওঃ নজরুল ইসলাম প্রিন্সিপাল দাউদাকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা। সভাপতি বলেন, জামিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক মাদরাসা শিক্ষকগণের একমাত্র সংগঠন। যার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মাওলানা এম এ মান্নান। আজকে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদরাসা শিক্ষা অনেক উন্নয়ন হয়েছে। প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নত হয়েছে। দেশের সম্মান বেড়েছে। শিক্ষা জাতীর মেরুদন্ড। মাদ্রাসা শিক্ষা জাতীকে সুন্দর করতে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। আজকে বেসরকারী মাদ্রাসা (ইবতেদায়ীসহ) স্কুল কলেজ শিক্ষক/ কর্মচারীগণের জাতীয় করণের দাবি বর্তমান পেক্ষা বটের দাবি। বেসরকারী শিক্ষকগণ জাতীয়করণ হলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে এক ধাপ এগিয়ে যাবে। আমি বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন। মহা সচিব প্রিন্সিপ্যাল সাব্বির আহম্মদ মোমতাজীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দুর যে গতিশীল কর্মসূচি দিয়ে জাতীয়করনের দাবি আদায়ের জন্য অনুরোধ করছি। সভায় তিনি বলেন ৩০ নভেম্বর কুমিল্লা নাঙ্গল কোট মোকারর দরবার শরীফে মহা সমাবেশ যোগদান করার লক্ষ্যে প্রস্তুতি মূলক আলোচনা করা হয়। মৌকারা দরবার শরীফের মহা সমাবেশ যাতে ইতিহাস রচিত হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত আরো যারা বক্তব্য রাখেন প্রিন্সিপ্যাল মাওঃ হাফেজ হাবিবুর রহমান জুরানপুর, প্রিন্সিপ্যাল মাওঃ হাফেজ হারুনুর রশিদ সিংগুলা, উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল মাওঃ মোস্তাক আহম্মদ, প্রিন্সিপ্যাল মাওঃ আন.ম আবদুল্লাহ, সুপার আব্দুর রব অধ্যাক্ষ মাওঃ নরুল আমিন নৈয়াইর, সুপার মাহামুদুল হাসান, আব্দুর রশিদ, কামরুল হাসান, মাওঃ মাহবুবুর রহমান, মাওঃ মহিবুর রহমান প্রমূখ সভায় মরহুম মাওলানা এম এ মান্নান এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ফেনী জেলা সংবাদদাতা জানান, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর উদ্যোগে আগামী ৩০ নভেম্বর মৌকারা দরবার শরীফে অনুষ্ঠিতব্য কুমিল্লার আঞ্চলিক সম্মেলন সফল করতে ফেনী সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও আফতাব বিবি ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাও. ইয়াকুব ফারুকীর সভাপতিত্বে ফেনী আলিয়া কামিল মাদরাসায় গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়াতুল মোদার্রেছীনের নির্বাহী সদস্য ও সদর জমিয়াতুল মোদার্রেছীনের প্রধান উপদেষ্টা ফেনী আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও মো.মাহমুদুল হাছান, সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি ও ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাও মেজবাহ উদ্দিন, গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাও ছিদ্দিক উল্লাহ, সদর জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও ধর্মপুর ইসলামিয়া আলিম মাদরাসা প্রিন্সিপাল মাও আবদুল লতিফ, মুজিবিয়া আলিম মাদরাসার সুপার মাও মেছবাহ উদ্দিন,বিরিঞ্চি সুফিয়া নুরিয়া মাদরাসার প্রিন্সিপাল মাও মো এয়াছিন,ছনুয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল মো আনোয়ার হোসেন,শর্শদি আল জামেয়াতুল মিল্লিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও মো বোরহান উদ্দিন ফারুকী, কাজিবাগ দাখিল মাদরাসা সুপার মো নুরুল করিম, তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও আলি আহম্মদ, সহকারী শিক্ষক আহছান উল্লাহ, শর্শদি আল জামেয়াতুল মিল্লিয়া দাখিল মাদ্রাসার সহকারী মেীলভী আবুল কাসেম, ধর্মপুর ইসঃ আলিম মাদ্রাসার সহ-সুপার ছানা উল্ল্যাহ,আফতাব বিবি ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এনায়েত উল্লাহ ও কাজিরবাগ দাখিল মাদ্রাসার সহ-সুপার আবদুল মতিন প্রমুখ। সভায় বক্তাগন এবতেদায়ীসহ সকল মাদ্রাসা,স্কুল,কলেজ এর সকল বেসরকারী শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও শিক্ষক কর্মচারীদের চাকরি বয়সসীমা ৬৫তে উন্নীত করার দাবি জানান এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের নেতৃত্বে কুমিল্লার আঞ্চলিক সম্মেলনসহ সকল জাতীয় কর্মসূচী বাস্তবায়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ফেনী সদর জমিয়াতুল মোদার্রেছীনের প্রধান উপদেষ্টা আগামী ৩০ নভেম্বর কুমিল্লার আঞ্চলিক সম্মেলনে যোগদান করার জন্য জেলার সকল মাদরাসার প্রধানদের প্রতি আহবান জানান।
কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা জানান, চাকরি জাতীয়করণের দাবিতে কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল আদর্শ দাখিল মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে গতকাল সোমবার বেলা ১২ টায় এ কর্মসূচী পালিত হয়। মাদরাসা সুপার মোঃ জিয়াউল আহসান পনির এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী সুপার মো. ইমাম হোসেন, সহকারী মৌলভী আ. ছোবাহান, মোঃ চুন্নু মিয়া ও সহকারী শিক্ষক আসমা আক্তার প্রমুখ। এদিকে একইদিন একই সময় উপজেলার ৩০টি মাদরাসায় ব্যানার সহকারে অনুরুপ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বক্তরা সকল স্তরের (ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত) মাদরাসার কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণায় একযোগে আন্দোলনকে সফল করার অঙ্গীকার করেণ এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ