Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ ডিসেম্বর জমিয়াতুল মোদার্রেছীনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১৯ এএম, ১৬ নভেম্বর, ২০১৭

রাজশাহী ব্যুরো : মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজশাহী বিভাগীয় সম্মেলন সফল করা এবং আগামী ২০ নভেম্বর সোমবার দুপুরে সকল মাদরাসায় একযোগে সকল শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে দাবির স্বপক্ষে জনমত গঠনের উদ্দেশ্য ও ২০১৮ সালের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী বিভাগের ৮ জেলা ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণের এক সভা গতকাল রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদরাসায়, অনুষ্ঠিত হয়। নওগাঁ গাউসুল আজম কামিল মাদরাসা, নওগাঁ এর প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে এবং মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মোঃ মোকাদ্দাসুল ইসলাম এর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় মতামত প্রদান করে বক্তব্য রাখেন রাজশাহী জেলার জমিয়তের সভাপতি মোঃ আব্দুল গফুর, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট জেলার সভাপতি মোঃ আব্দুল মতিন, বগুড়া জেলার সম্পাদক মোঃ আব্দুল হাই বারী, নাটোর জেলার সভাপতি মোঃ আখতারুজ্জামান, পাবনা জেলার সভাপতি মোঃ আনসারুল্লাহ, সিরাজগঞ্জ জেলার সভাপতি মোঃ আতিকুর রহমান। নেতৃবৃন্দ মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে আগামী ৭ ডিসেম্বর, সকাল দশটায় রাজশাহী মহানগরস্থ সাফাওয়াং কমিউনিটি সেন্টারে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে আলোচনা করে একটি বাজেট ও একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
দিনাজপুরে সম্মেলন প্রস্তুতি সভা
দিনাজপুর অফিস জানান, আগামী ২১ নভেম্বর বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রংপুর অঞ্চলের আঞ্চলিক সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুরে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুরের আঞ্চলিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন। শিক্ষকদের অধিকার আদায়ে অরাজনৈতিক এই সংগঠনের আঞ্চলিক সমাবেশকে কেন্দ্র করে রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা শাখা থেকে হাজার হাজার মাদরাসা শিক্ষক যোগদান করবে বলে আশা করা হচ্ছে।
গত কয়েক দিনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন দিনাজপুর শাখার উদ্যোগে বিরামপুর, হাকিমপুর ঘোড়াঘাট ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভা অনুষ্ঠিত হয়। বিরামপুর উপজেলা সভাপতি আ ছ ম হুমায়ুুন কবীরের সভাপতিত্বে যোগদান প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চিরিরবন্দর সদরসহ বিভিন্ন স্থানে একই বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে বক্তব্য রাখেন জেলা শাখার সম্পাদক মোঃ আবদুর রাজ্জাক মিয়া, সহ-সভাপতি মাওঃ রুস্তম আলী, প্রিন্সিপাল মাওঃ ড. নুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওঃ মাহবুবুর রহমান প্রিন্সিপাল মাওঃ মোঃ এশরামুল হক, প্রিন্সিপাল মাওঃ আবদুর রশিদ সরকার, প্রিন্সিপাল মাওঃ শফিকুল ইসলাম প্রিন্সিপাল মাওঃ মোঃ আবদুল হান্নান প্রিন্সিপাল মাওঃ মোঃ ইফসুফ আলী ও প্রিন্সিপাল মাওঃ মোঃ আবদুর সালাম নূরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ