Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় জমিয়াতুল মোদার্রেছীনের মতবিনিময় ও প্রস্তুতি সভা

| প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : বেসরকারি ইবতেদায়ীসহ সকল মাদরাসা, স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতিকরণের দাবিতে গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ছাগলনাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ, উপজেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা হোছাইন আহম্মদের সভাপতিত্বে ও নিজপানুয়া দাখিল মাদরাসার সুপার ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান ভূঁঞা, অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক, অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা মুজাফ্ফর আহাম্মদ, উপাধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন, অধ্যক্ষ মাওলানা ওয়াজিউল্যাহ, সুপার মোঃ হোসাইন, সুপার মাওলানা মোঃ মোস্তফা, সুপার মাওলানা আহসান উল্যাহ, সুপার মাওলানা মোঃ মুজিবুল হক, সুপার মাওলানা আনোয়ার উল্যাহ, সুপার মাওলানা সফিকুল ইসলাম, প্রভাষক মাওলানা ইসমাঈল টুমছুরী, সহকারী অধ্যাপক মাওলানা নাছির আহাম্মদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ, প্রভাষক মুহাম্মদ আবুল হাসান, প্রভাষক কামরুল হাসান মজুমদার লিটন, প্রভাষক আমিনুল হক, সহকারী মৌলভী কামাল উদ্দিন, সহ-সুপার মোঃ মজিবুল হক প্রমুখ।
সভায় বক্তাগন বলেন, জমিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠনের মাধ্যমেই অতীতে মাদরাসার শিক্ষকদের দাবি দাওয়া আদায় হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন ও মহাসচিব মাওলানা সাব্বির আহাম্মদ মোমতাজির যোগ্য নেতৃত্বে ভবিষ্যতের যাবতীয় দাবি দাওয়া আদায় হবে ইনশাল্লাহ। সভায় আগামী ২০ নভেম্বর জমিয়াতুল মোদাররেছীনের উদ্যোগে উপজেলার প্রতিটি মাদরাসায় আলোচনা এবং ৩০ নভেম্বর কুমিল্লায় আঞ্চলিক পর্যায়ের সমাবেশের প্রস্তুতি ও বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতিয়করণের বিভিন্ন দিক নিয়ে আলোচিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ