Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমিয়াতুল মোদার্রেছীনের রংপুর সম্মেলন সফল করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গংগাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা : মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক, পেশাজীবি সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রংপুর আঞ্চলিক সম্মেলন সফল করার লক্ষ্যে রংপুর মহানগর শাখার এক জরুরিসভা গতকাল বিকালে মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জাতীয় নির্বাহী পরিষদের প্রচার সচিব ও রংপুর মহানগর শাখার সভাপতি মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী। সভায় বক্তব্য রাখেন, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইদ্রিস আলী, সহ-সভাপতি মাওলানা এস.এ.এফ.এম হাশমতুল্যাহ, সহ-সভাপতি মাওলানা আ.ন.ম হাফিদুল ইসলাম নুরী, সহ-সভাপতি মাওলানা মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা আলী মোঃ আখতারুজ্জামান, মেকুড়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও জমিয়ত নেতা মাওলানা মুহাম্মদ আল-আমিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আবুল কাশেম, দপ্তর সম্পাদক মোঃ শামছুদ্দোহা মাজেদী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রায়হানুল এহসানসহ রংপুর মহানগর শাখার অন্যান্য সদস্যগণ সভায় বক্তব্য রাখেন। সভায় নেতৃবৃন্দ মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয় করণের দাবিতে আগামী ২১ নভেম্বর ২০১৭ সকাল ১০ টায় ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসায় রংপুর আঞ্চলিক সম্মলেন সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ