বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের কানাইঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে পাঁচ কিশোরসহ সারাদেশে পৃথক ঘটনায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
সিলেট অফিস জানান, সিলেটের কানাইঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে পাঁচ কিশোরসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার লোভা নদীর তীরবর্তী মোলাগুল বাংলাটিলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কানাইঘাট উপজেলার চান্দালা বাংলাটিলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে জাকির (১৬), আলমাছ মিয়ার ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মোছাব্বির মিয়ার ছেলে মারুফ (১৩), জন মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও একই গ্রামের সুন্দর আলী (৩৫)। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাটের ডাউকেরগুল নেছারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ উপলক্ষে বসা হাটে কেনাকাটা করার জন্য ওই কিশোররা বাংলাটিলায় নদীর তীর থেকে পাথর তুলতে যায়। এসময় নদীর তীরের টিলা ধ্বসে পড়ে তারা চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, যেস্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি পাথর কোয়ারি নয়। নিহতরা চুরি করে নদীর তীরের টিলা কেটে পাথর উত্তোলন করতে গিয়েছিল। এসময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে তারা। এদিকে নিহত শিশুদের মধ্যে নাহিদ ও সাকিল দুই ভাই। তারা স্থানীয় কান্দুলা কোনাপাড়া গ্রামের আলমাছ উদ্দিনের ছেলে। নাহিদ কান্দুলা কওমি মাদরাসায় ও সাকিল হারিছ চৌধুরী একাডেমিতে ৬ষ্ট শ্রেণীতে পড়ত। বাকী সকলেই একই মাদরাসার সহপাঠী ছিল। নাহিদ ও সাকিলের বাবা আলমাছ উদ্দিন বলেন, তাদের এলাকায় ওয়াজ মাহফিলকে সামনে রেখে টাকা জোগাড়ের জন্য সবাইকে ফাঁকি দিয়ে শিশুরা পাথর কুঁড়াতে যায়। তখন এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা জানান, কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিক্সার ধাক্কায় রাফি (৫) নামে এক শিশুর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের দৌলতপুর-মিরপুর সড়কের শেরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু রাফি একই এলাকার রিপন মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, রাফি বাড়ির পার্শ্ববর্তী রাস্তা পার হওয়ার সময় মিরপুর থেকে ছেড়ে আসা দৌলতপুরগামী একটি যাত্রীবাহি অটোরিক্সা তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই রাফি মারা যায়।
স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, সাভারে নিজ ভাড়া বাড়ি থেকে ওমর ফারুক নামের (৪০) এক রেন্ট-এ-কার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সাভারের গেন্ডা মহল্লা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ওমর ফারুক নামের ওই ব্যবসায়ীর স্ত্রী মুক্তার সাথে অভিমান করে রাতে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে। প্রতিবেশীদের ধারনা, ওই ব্যবসায়ী ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে তিনি আত্মাহত্যা করতে পারেন। নিহত ওমর ফারুক সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার মৃত ওবায়দুর রহমানের ছেলে। অন্যদিকে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবক যাত্রীবাহী বাস চাপায় মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানা এস আই নাজমুল খাঁন জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি ডিগ্রি কলেজ মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আবদুল লতিফ (৩৫) নামে এক ভ্যানচালক নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত ব্যক্তি হল- উপজেলার ধাইনগর ইউনিয়নের রাণীনগর গ্রামের লাল মোহাম্মদের ছেলে। জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আবদুল লতিফ ভ্যান চালিয়ে রাণীহাটি কলেজ মোড়ের দিকে যাচ্ছিল। এসময় সোনামসজিদগামী একটি বালু ভর্তি একটি ট্রাক কলেজ মোড়ে পৌঁছলে ভ্যান-রিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় বালির নিচে চাপা পড়ে ভ্যানচালক নিহত হয়। এঘটনায় হাবিবুর রহমান হবু আহত হয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে ট্রাককটি আটক করতে পারলেও ঘাতক ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বটতলা নামক স্থানে মোটরসাইকেল-গরুর গাড়ি সংঘর্ষে মোসা: সেলিনা খাতুন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার সূর্যনগর বাসস্ট্যন্ড সংলগ্ন এলাকায় কাঁঠালবাড়ি ঘাট থেকে নড়াইলগামী খানজাহানআলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দিদার মুন্সি ও তার সঙ্গী গূরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহত দুই জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক দিদার মুন্সিকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর মেডিকেলে ভর্তি আহত আরেক জনের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। নিহত দিদার উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের আকুবআলী মুন্সির ছেলে বলে পুলিশ জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।