Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর কাকরাইলে মা-ছেলে খুন

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর কাকরাইলের নিজ বাসায় মা-ছেলে নির্মমভাবে খুন হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় নিজেদের ফ্ল্যাটে খুন হন তাঁরা। নিজ ফ্ল্যাটের সামনে সিড়িতে ছেলে ও ঘরের ভেতর মায়ের লাশ পড়ে ছিল। ওই বাড়ির দারোয়ান পুলিশকে খবর দিলে গত রাত সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে লাশ উদ্ধার করা হয়। নিহনরা হলেন-ওই বাসার গৃহকর্তা আবদুল করিমের স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওন (১৯)। শাওনের বাবা আব্দুল করিম ওই ভবনের মালিক এবং তিনি ব্যবসা করেন। কাকরাইলের রাজমণি-ইশা খাঁ হোটেলের বিপরীত পাশে তলা গলির ৭৯/১, মায়াকানন নামের বাসার ৬ তলা একটি ভবনের ৫ তলায় থাকতেন তাঁরা। বাড়ির মালিক ও গৃহকর্তা আবদুল করিম তখন বাসার বাইরে ছিলেন। নিহতদের মধ্যে মা গৃহিণী। আর ছেলে স¤প্রতি ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছেন বলে ভবনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ বলছে লাশ উদ্ধারের সময় তারা দেখেছেন মায়ের গলাকাটা ছিল আর ছেলের শরীর ছিল রক্তাক্ত। বাসার কাজের মহিলা গৃহকর্মী রাশিদা বেগম (৫০) বলেন, সন্ধ্যায় তিনি ওই ফ্ল্যাটে কাজের জন্য ঢোকেন। এ সময় শামসুন্নাহার দরজা খুলে দেন। ঘটনার সময় তিনি রান্না ঘরে ছিলেন। কেউ একজন এসে বাইরে থেকে রান্না ঘরের দরজা লাগিয়ে দেয়। এরপর তিনি ‘ম্যাডাম’ শামসুন্নাহারের বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পান। কাজের মেয়ে বলেন, বাসার দারোয়ান এসে রান্না ঘরের দরজা খুলে দিলে সে সেখান থেকে বের হন। বাসার দারোয়ান জানান, সিঁড়ি দিয়ে এক ব্যক্তি নিচে নামার সময় তাঁকে বলেছেন, গিয়ে দেখেন ৫ তলায় কোনো ঝামেলা হচ্ছে। তিনি ৫ তলায় গিয়ে দেখেন ফ্ল্যাটের সিড়ি ও ভেতরে দু জনের লাশ পড়ে আছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, ঘটনা সম্পর্কে জানতে বাসার দারোয়ান ও কাজের মেয়েকে থানায় নেয়া হয়েছে। রমনা থানার ওসি কাজী মাঈনুল বলেন, ওই বাসায় মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ছয়তলা ফ্ল্যাটটির ৫মতলায় গৃহবধূ শামসুন্নাহারের জবাই করা মরদেহ পড়ে আছে। আর ১৯ বছর বয়সী এক তরুণের মরদেহ পড়ে আছে ফ্ল্যাটের ৪তলার সিঁড়িতে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পর ওই বাসার দারোয়ান নোমান বাইরে এসে চিৎকার করলে হত্যাকান্ডের বিষয়টি জানাজানি হয়। এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায় বলেন, ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক নারী পড়েছিলেন। আর সিঁড়িতে পড়ে ছিলেন ১৯-২০ বছর বয়সী এক তরুণ। আমরা জেনেছি তারা সম্পর্কে মা-ছেলে। কয়েকজনকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় বাড়ির মালিক আবদুল করিম বাসায় ছিলেন না। তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। আরও করা হবে। পুলিশ সূত্র জানায়, হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি।



 

Show all comments
  • বাবুল ২ নভেম্বর, ২০১৭, ৪:০১ এএম says : 0
    দেশে কী শুরু হইলো ?????????
    Total Reply(0) Reply
  • Nazmul Hoque ২ নভেম্বর, ২০১৭, ১২:৪৮ পিএম says : 0
    দেশটা মগের মুল্লুক হয়ে গেছে।। আজ এইখানে তো কাল ঐ খানে ।দেশে খুন, রাহাজানীর খেলা চলতেছে!! সুষ্ঠু কোন বিচার বাংলায় হয়না বলেই কি এত খুন, গুম!! তাই নিজের মনেই প্রশ্ন জাগে, আমরা কি সভ্য জাতি?
    Total Reply(0) Reply
  • Saddam Hossain ২ নভেম্বর, ২০১৭, ১২:৪৯ পিএম says : 0
    এটা বাংলাদেশ এখানে প্রতিদিন খুন,গুম থাকবেই কারন যে দেশে আঈন শুধু দলের জন্য সেখানে আর ভালো কিছু আশা করা বোকামী মাত্র।
    Total Reply(0) Reply
  • মুফতী আব্দুল আলীম ২ নভেম্বর, ২০১৭, ১২:৪৯ পিএম says : 0
    ইন্নালিল্লাহ......... আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করুন, আর শোকাহত পরিবারকে ধৈর্য ধারন করার তাওফিক দান করুন
    Total Reply(0) Reply
  • Razib Khan ২ নভেম্বর, ২০১৭, ১২:৫০ পিএম says : 0
    এরকম কতো খুন,গুম,ধর্ষন প্রতিদিনই বাংলাদেশে ঘটছে একটার ও বিচার কি হইছে? যে জাতি তার প্রধান বিচারপতিকে জোর করে অসুস্থ বানিয়ে বিদেশে পাঠায় সে জাতি কি ভাবে সুষ্ঠ বিচার করবে?? এই যে হত্যাকাণ্ড ঘটলো এটা নিয়ে না হয় কিছুদিন তদন্ত হবে,এর পর কি হবে??
    Total Reply(0) Reply
  • Faisal Rahman Khan ২ নভেম্বর, ২০১৭, ১২:৫২ পিএম says : 0
    বাসার দারোয়ান, স্বামি আর কাজের মেয়েরে রিমান্ড এ নিলেই অনেক কিছু বের হয়ে আসবে,একটা খুন হইল আর দারোয়ান কি ঘোড়ার ঘাস কাটতেছিলো?
    Total Reply(0) Reply
  • Sharif Ahmed ২ নভেম্বর, ২০১৭, ১২:৫৪ পিএম says : 0
    স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা বাংলাদেশিরা কখনোই পাবো না। বেডরুম নিরাপদ নয়, রাস্তা ঘাটের কি অবস্থা??
    Total Reply(0) Reply
  • Rakibul Islam ২ নভেম্বর, ২০১৭, ১২:৫৪ পিএম says : 0
    নিজ ঘরে নির্মম ভাবে খুন, ভাবতেই অবাক লাগে । মন্তব্য করার ভাষা হারিয়ে গেলো ।
    Total Reply(0) Reply
  • Ayesha Asha ২ নভেম্বর, ২০১৭, ১২:৫৫ পিএম says : 0
    সতর্ক থাকুন, নিরাপদে থাকুন
    Total Reply(0) Reply
  • Tania Mustafa ২ নভেম্বর, ২০১৭, ১২:৫৫ পিএম says : 0
    আসলে দেশের আইন ব্যাবস্থার ই সমস্যা আছে না হলে রোজ রোজ এমন ঘটনা কেন ঘটবে ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুন

২৪ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ