Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পঞ্চাশ ছবির অভিনেত্রী বললেন...

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

লন্ডনের একটি হোটেল কক্ষ। অকস্মাৎ প্রবেশ করলেন হলিউডের প্রযোজক হারভে উইন্সটেন। ঢুকেই তিনি আমার পিছন দিকে ধাক্কাতে লাগলেন। শক্তি প্রয়োগ করলেন আমার ওপর। আমাকে ধর্ষণ করলেন। না, এটা উভয়ের সম্মতিতে দৈহিক মিলন ছিল না। এমন কি তিনি তখন জন্মবিরতিকরণের নিরাপদ ব্যবস্থাও গ্রহণ করেননি। হলিউডের মোঘল হিসেবে পরিচিত হারভে উইন্সটেনের বিরুদ্ধে এ অভিযোগ করলেন মডেল ও নায়িকা নাতাসিয়া মালথি (৪৩)। তিনি প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন। তার ওপর চালানো যৌন নির্যাতনের বিষয়ে গত বুধবার সংবাদ সম্মেলন করেন তিনি। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয় ওই সংবাদ সম্মেলন। উল্লেখ্য, হলিউড প্রযোজক হারভে উইন্সটেনের বিরুদ্ধে বন্যার পানির মতো যৌন হয়রানির অভিযোগ আসছে। যারা এমন অভিযোগ করছেন তার মধ্যে বেশির ভাগই হলিউডের শীর্ষ স্থানীয় নায়িকা। আছেন অ্যানজেলিনা জোলি, গাইনেথ পালট্রো, নাতাসিয়া মালথিসহ অনেক অনেক নায়িকা, উইন্সটেনের কোম্পানিতে চাকরি করা নারী ও অন্যান্যরা। নাতাসিয়া মালথি বলেছেন, ২০০৮ সালের ঘটনা। সেবার বাফটা পুরস্কার প্রদান অনুানে তিনি লন্ডনের স্যান্ডারসন হোটেলে অবস্থান করছিলেন। সেটা ছিল ১০ই ফেব্রæয়ারি। তার ভাষায়, অনুষ্ঠান শেষে আমি হোটেলের রুমে চলে গেলাম। ঘুমিয়ে পড়লাম ক্লান্তিতে। কিন্তু আমার রুমের দরজায় বার বার নক করার শব্দে জেগে গেলাম। শুনতে পেলাম কেউ একজন বলছেন, দরজা খোলো নাসাসিয়া মালথি। আমি হারভে উইন্সটেন। তার এমন কথায় আমি দরজা খুলে দিই। ভিতরে প্রবেশ করে হারভে উইন্সটেন আলোচনা শুরু করেন। বলেন, আমার আগামী ছবিতে তোমাকে একটি চরিত্র দিতে চাই। এ সময় তিনি ছিলেন অর্ধনগ্ন। আস্তে আস্তে যৌনতা নিয়ে কথা বলতে বলতে তিনি মাস্টারবেট শুরু করেন। এ সময় আমি বসা ছিলাম বিছানার ওপর। কিন্তু তিনি আমাকে আস্তে আস্তে ধাক্কাতে থাকেন। আমার ওপর জোর খাটাতে থাকেন। এক পর্যায়ে তিনি আমাকে ধর্ষণ করেন। এতে আমার কোনো সম্মতি ছিল না। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার সঙ্গে যখন তিনি শারীরিক মেলামেশা চালাচ্ছিলেন তখন আমি তাকে এতে সহযোগিতা করিনি। চোখ বন্ধ করে আমি শুয়ে ছিলাম। শুধু চাইছিলাম এর ইতি ঘটুক। ওই সময়টা আমি ছিলাম যেন একটি মৃত মানুষ। এরপরে আমি সেখানে পড়ে ছিলাম একরাশ বীতশ্রদ্ধ হয়ে। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ