Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থিতিশীল বিশ্বের জন্য ইরানের পরমাণু সমঝোতা জরুরি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আহ্বান

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের পরমাণু সমঝোতা মেনে চলার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বে স্থিতিশীলতা রক্ষায় এই আন্তর্জাতিক সমঝোতা জরুরি। তিনি বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানিয়েছেন। গুতেরেস এর আগেও বহুবার ছয় জাতিগোীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য বিশ্বের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক এই সমঝোতার মাধ্যমে ইরানি জনগণের পাশাপাশি বিশ্ববাসীর বিজয় হয়েছে। তিনি ইরানের পরমাণু সমঝোতাকে একটি উইন-উইন চুক্তি বলে উল্লেখ করেন যাতে দু’পক্ষই লাভবান হয়েছে। মোগেরিনি বলেন, ওই সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ বহুবার একথার সত্যতা নিশ্চিত করেছে যে, তেহরান সমঝোতাটি বাস্তবায়ন করে যাচ্ছে। আইএইএ এ পর্যন্ত আটটি প্রতিবেদনে পরমাণু সমঝোতা বাস্তবায়নে ইরানের অঙ্গীকারবদ্ধ থাকার কথা উল্লেখ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স¤প্রতি হুমকি দিয়েছেন তিনি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেবেন। ওই সমঝোতা মেনে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে নাকি এটি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি কংগ্রেসকে ৬০ দিনের সময় বেঁধে দিয়েছেন। গত শুক্রবার ট্রাম্পের এ ঘোষণার পর ওইদিন রাতেই ইউরোপীয় ইউনিয়ন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করে জানায়, তারা এ সমঝোতার প্রতি অবিচল থেকে তা বাস্তবায়ন করে যাবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ