Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাভারে পোশাক কারখানায় লিফটের নীচে পড়ে অপারেটরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ৪:০৬ পিএম

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার লিফট অপারেটর পঞ্চম তলার লিফট দিয়ে নীচে নামার সময় পড়ে গিয়ে নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার উলাইল মহল্লার দোয়েল গ্রুপের ‘ডেনিটেক্স’ কারখানার বেজমেন্টে লিফটের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুহুল আমিন মণ্ডল (২৮) রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার গোকুলনগর এলাকার আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, লিফট অপারেটর রুহুল আমিন রাতের শিফটে কাজ শেষ করে সকাল আনুমানিক ৮টার দিকে ৫তলার ফ্লোর থেকে লিফটে নীচে নাম্বার চেষ্টা করে।

দরজা খুলে লিফটে পা দিতেই নীচে পড়ে যায়। তখন ৫তলার ফ্লোরে লিফটের দরজা খুললেও লিফট ছিল ৬তলায়। তাই সে নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এপ্রসঙ্গে দোয়েল গ্রুপের কেউ কথা বলতে রাজী হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ