মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় হল্যান্ডের রটারডামে একটি রক কনসার্টের আয়োজন বাতিল করার পর নিকটবর্তী স্থান থেকে গ্যাস সিলিন্ডারবাহী এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। গত বুধবারের এ ঘটনায় গ্রেপ্তারকৃত ওই ভ্যানচালক স্পেনীয় নাগরিক এবং আটককৃত ভ্যানটি স্পেনে রেজিস্ট্রেশন করা বলে জানিয়েছে পুলিশ। রটারডামের মাজিলো হলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ব্যান্ড আল্লাহ-লাসের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্পেনীয় পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে কনসার্টটি বাতিল করে ডাচ কর্তৃপক্ষ। তবে এই কনসার্টে হামলার হুমকির সঙ্গে গত সপ্তাহে স্পেনে হওয়া সন্ত্রাসী হামলার কোনো সম্পর্ক নেই বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন স্পেনের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। কিছুদিন ধরে চলা স্পেনের বেসামরিক রক্ষী বাহিনীর একটি তদন্তের সূত্র ধরে সম্ভাব্য হামলা হুমকি সম্পর্কে ডাচ পুলিশকে সতর্ক করে স্পেনীয় পুলিশ; রক্ষী বাহিনীর ওই তদন্তের সঙ্গে বার্সেলোনা ও ক্যামব্রিলসের ভ্যান হামলার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সূত্রটি। বার্সেলোনা ও ক্যামব্রিলসে ভ্যান হামলার দুটি ঘটনায় মোট ১৫ জন নিহত হয়। এক সংবাদ সম্মেলনে রটারডামের মেয়র আহমেদ আবু তালেব জানান, কনসার্টে সন্ত্রাসী হামলার আশঙ্কার সঙ্গে আটক ভ্যান চালকের কোনো সম্পর্ক আছে কি না তা পরিষ্কার নয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।