Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ডিএনসির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ(কক্সবাজার) সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ৯:০০ পিএম

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে
১০ হাজার পিস ইয়াবাসহ আবদুল মজিদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৫মার্চ) রাত আটটার দিকে তাঁরই নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি
টিম আবদুল মজিদ (১৯) কে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামী হলেন, টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার হাফেজ আহমদের ছেলে আবদুল মজিদ (১৯) টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা। তাকে আটক করায় তার সিন্ডিকেট সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাসহ আটক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ