Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিবদ্ধতায় ডুবে আছে গুমাইবিলের ৬ হাজার হেক্টর আবাদি জমি

নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

গত এক সপ্তাহ যাবত পানিবদ্ধতায় ডুবে আছে ৬ হাজার হেক্টর শস্যভান্ডার গুমাইবিল। গুমাইবিলে ৫-৬ ফুট পানি থৈ থৈ করছে। চলতি মৌসুমে অধিকাংশ রোপা আমন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা জানিয়েছে। গত বৃহস্পতিবার কাপ্তাই লেকে ১৬টি স্পীলওয়ে দিয়ে (৩ ফুট উচ্চতায়) প্রতি সেকেন্ড ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। টানা বর্ষণ ও ভারতের ঢলের পানিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। লেকের উপর চাপ কমাতে বাড়তি পানি ছেড়ে দেওয়া হচ্ছে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো. শফি উদ্দিন আহমেদ জানান, গত একসপ্তাহ যাবত লেকের পানি ১৬টি স্পীলওয়ে দিয়ে (৪ ফুট উচ্চতায়) প্রতি সেকেন্ডে ৮৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। রুল কার্ভ অনুযায়ী পানি রয়েছে ১০৬ মীনস সী লেভেল (এমএসএল)। ৪টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৭০ মেগাওয়াট। যান্ত্রিক ত্রæটির কারণে ৫নং ইউনিট বন্ধ রয়েছে। কাপ্তাই বাঁধের ছেড়ে দেওয়া পানিতে ডুবে আছে চট্টগ্রামের শস্য ভান্ডার খ্যাত রাঙ্গুনিয়া গুমাইবিল। গুমাইবিলের ৬ হাজার হেক্টর জমির মধ্যে কৃষক ইতিমধ্যে ৪০% জমিতে আমন রোপা চাষ হয়। কিন্তু গত কয়েক দিনের পানি বদ্ধতার কারণে রোপা আমন চারা নষ্ট হওয়ার বীজতলার অভাবে চলতি মৌসুমে চাষাবাদের কোন সম্ভাবনা নেই। প্রায় ২ হাজার কৃষক কয়েক কোটি টাকার লোকসান গুনছেন। অনেক পরিবারে অনাহারে অর্ধাহারে দিন কাটবে। এদিকে কাপ্তাই লেকের পানি ছেড়ে দেওয়াতে সড়ক ও জনপথ বিভাগের ফেরী চলাচল বন্ধ থাকায় বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লেকের পানির ¯্রােতের কারণে কর্ণফুলী নদী তীরের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, রাইখালী, কোদালা, শিলক, মরিয়মনগর, সরফভাটা, পারুয়া, বেতাগী, পোমরা সহ বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ১৫টি বাড়ি, ২০ একর জমি-ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে ২০০ কোটি টাকার ভাঙন প্রতিরোধের প্রকল্প বøক বাঁধ। কোদালা গ্রামের কৃষকরা জানান, পানি কমলে নদীর দু’কুলের ভাঙ্গন তীব্র আকার ধারণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ