Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনা মহড়ার সাক্ষী ‘সন্তুষ্ট’ ক্যারল

আজ রাতে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ। হঠাৎ সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে পুরো মাঠ। হুড়োহুড়ি পড়ে গেল ক্রিকেটার, দর্শকদের মাঝেও। কাল বিলম্ব না করে উদ্ধুদ্ব পরিস্থিতি সামাল দিতে সেনা কমান্ডো নিয়ে একটি হেলিকপ্টার উড়ে এলো মাঠের ওপর। জীবনের ঝুঁকি নিয়ে মাঠের খেলোয়াড়দের উদ্ধার করে সেনাবাহিনীর অকুতোভয় সদস্যরা। গুলিতে প্রাণ হারায় সন্ত্রাসীরা! ভয় পেয়ে গেলেন? আসলে আসন্ন অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গতকাল সকালে শেরেবাংলায় হয়ে যাওয়া মহড়ার চিত্রনাট্য এটি। যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন কুইক রেস্কিউ ফোর্স কমান্ডার মেজর রোকুনুজ্জামান। মহড়াটি দুপুর ১২ টা ৫ মিনিটে শুরু হয়ে তিন মিনিটের মতো স্থায়ী ছিল।
মহড়া শেষে অধিনায়ক, ১ নং প্যারা কমান্ডো ব্যাটিলিয়ন অফিসার লে. কর্নেল এস এম ইমরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জন্য এটা খুব প্রতীক্ষিত একটি সিরিজ। যেখানে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ঢাকায় ও আরেকটি চট্টগ্রামে। বাংলাদেশ এ সিরিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে। যে কোনো নাশকতা ও সংকট মোকাবেলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও কাজ করবে।’
পুরো এই ঘটনার সাক্ষি তখন অস্ট্রেলিয়া ক্রিকেটের নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পরামর্শক শন ক্যারল। তখন তার সঙ্গে ছিলেন অগ্রবর্তী নিরাপত্তা দলের আরেক সদস্যও। আগের দিন দলটি মোহাম্মদপুরের ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ পরিদর্শন করে গতকাল ভোরে গিয়েছিলেন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। সেখান থেকে ফিরে জানানোর কথা ছিল কোথায় একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলতে চায় স্মিথরা। তার আগে দুপুরেই তাদার চোখের সামনে ‘ঘটে গেল’ রামহর্ষক এই ঘটনাটি। খুঁটিয়ে খুঁটিয়ে হোম অব ক্রিকেটের মাঠ এবং পিচ দেখার পাশাপাশি দেখেছেন প্যারা কমান্ডোদের সেনা মহড়াও। মহড়া শেষেও তাদের দেখা গেল মাঠের পাশে একান্তে কথা বলছেন দুই অস্ট্রেলিয়ান। কিছু না বললেও মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, সন্তুষ্ট তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ