Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমার কোথাও যাচ্ছেন না : ভালভার্দে

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত কয়েক দিনে বিশ্ব স্পোর্টস মিডিয়ায় সবচেয়ে বেশিবার যে নামটি উচ্চারিত হয়েছে তা হলোÑ নেইমার। অনেকের মতে, যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ম্যাচ শেষে ফেরার পথে বার্সেলোনার বিমানে থাকবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেখান থেকে সোজা ধরবেন প্যারিসের রাস্তা। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিলেন আর্নেস্তো ভালভার্দে। বার্সেলোনার নতুন কোচের ভাষ্য, নেইমার কোথাও যাচ্ছেন না।
এই খবর যখন পড়ছেন ততক্ষণে ভালভার্দের অধীনে প্রথম ম্যাচ খেলে ফেলেছে বার্সা। গতকাল রাতেই (বাংলাদেশ সময় আজ ভোর ৪টা) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার কথা মেসি-নেইমারদের। ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সাথে অনুশীলনে অংশ নেন ২৫ বছর বয়সী নেইমারও। সতীর্থদের সাথে সেখানে তাকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে।
সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভালভার্দে বলেন, ‘তাকে নিয়ে যা হচ্ছে সবই গুজব। আমরা সকলে পুরো পরিস্থিতি বুঝতে পারছি। সে এই মুহূর্তে আমাদের সাথেই আছে। সে এমন একজন খেলোয়াড় যাকে সবাই ভালবাসে এবং তাকে দলে চায়। শুধুমাত্র ফুটবলার হিসেবেই নয়, ড্রেসিং রুমে একজন ভাল মানুষ ও সতীর্থ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তাকে নিয়ে যা হচ্ছে তাতে বিচলিত হবার কিছু নেই।’ তবে নিজের কথার মাঝে একটু ফাঁকও কিন্তু রেখে দিয়েছেন ৫৩ বছর বয়সী স্প্যানিশ, ‘আমরা এখনো জানিনা আদৌ এসব হবে কি হবে না। ভবিষ্যতের কথা এখনই বলা যায়না। তবে এই মুহূর্তে এগুলো নিয়ে শঙ্কার কিছু নেই।’
বার্সেলোনা মিডফিল্ডার ও অধিনায়ক সার্জিও বুসকেটও নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টিকে গুজব হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘দলবদলের সময়ে অনেক ধরনের কথাই হয়, বাজারে অনেক খবর ও মন্তব্য শুনতে হয়। এক্ষেত্রে নেইমারই একমাত্র ব্যক্তি যিনি পুরো বিষয়টা সম্পর্কে জানেন ও বলতে পারবেন। এ ব্যাপারে আমার কিছু বলাই নেই। সে ইতোমধ্যেই জানে সে কোথায় আছে। আমার মনে হয়না বিষয়গুলো নিয়ে নেইমার নিজেও খুব একটা স্বস্তিতে আছে। আশা করছি আরো কয়েক বছর সে বার্সেলোনার সাথেই থাকবে।’
বার্সেলোনা ডিফেন্ডার হাভিয়ার মাসচেরানোও বিশ্বাস করেন ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার আরো কয়েক বছর কাতালান জায়ান্টদের সাথেই থাকবেন। মাসচেরানো বলেন, ‘নেইমার বয়সে এখনো তরুন। সে আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বয়সের কারনেই বার্সেলোনায় তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আশা করছি সে এই সুযোগ গ্রহণ করবে।’
এদিকে বিভিন্ন গণমাধ্যমের দাবী নেইমার ইতোমধ্যেই তার সতীর্থদের কাছে দল ছাড়ার বিষয়টি জানিয়েছেন। কিন্তু মাসচেরানোর ভাষ্য, এই ধরনের কোন কথাই নেইমার এ পর্যন্ত খেলোয়াড়দের কারো সাথে আলোচনা করেননি।’ আর্জেন্টাইন মিডফিল্ডার বলেন, ‘এ ব্যপারে নেইমারকে কোন ধরনের পরামর্শ দেয়াটা কঠিন। শুধুমাত্র এটুকু বলতে চাই তাকে দলে পেয়ে আমি সত্যিই দারুন খুশী।’
বার্সেলোনার হয়ে এ পর্যন্ত নেইমার ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। আর জাতীয় দলের জার্সি গায়ে ৭৭ ম্যাচে করেছেন ৫২ গোল। উল্লেখ্য, ‘নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজও মেটাতে রাজি পিএসজি’ এমন খবর এখন ইউরোপিয়ান ফুটবল পাড়ায়। তবে বেনত-বোনাস ও কর মিলিয়ে প্রায় ৬০০ মিলিয়ন ইউরো খরচ হবে পিএসজির। এমন বিশাল অঙ্কটাই সেই সম্ভবনার আগুনে পানির ছিটে দিচ্ছে।
আগামী বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওয়াশিংটনে ও ২৯ জুলাই মিয়ামিতে এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেইমার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ