Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি-নেইমার জাদুতে শুরু

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

নির্ধারিত সময়ের খেলা শেষ হতে মাত্র ৪ মিনিট বাকি। পিএসজির সেন্ট্রাল মিডফিল্ডার পারেদেস বাতাসে ভাসিয়ে বল দিলেন ক্লেরমোঁর ডি-বক্সে। উদ্দেশ্য স্বদেশী নক্ষত্র লিওনেল মেসি। এলএম-১০ বলটা বুক দিয়ে থামিয়ে নীচে আর পড়তে দিলেন না। নিজে হাওয়ায় ভেসে, নিজের শক্তির জায়গা বাঁ-পাটা শূন্যে বাড়িয়ে, দুই হাতে মাটিতে ভারসাম্য রেখে, আলতো করে নেওয়া ওভার হেড কিকে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়িয়ে দিলেন জালে! অসাধারণ গোল!

ক্লেরমোঁর ছোট্ট মাঠটি এদিন পরিপূর্ণ ছিল দর্শকে। কিন্তু মেসির ৮৬ মিনিটের এই গোলের সময় স্থানীয় সমর্থকদের বিধ্বস্ত অবস্থা। কারণ ম্যাচের স্কোর লাইন ততক্ষণে ৫-০! পরশু মধ্যরাতে পিএসজি মৌসুমের প্রথম লিগ ম্যাচটা শেষ করল এই ব্যবধান ধরে রেখেই। জড়া গোল করেছেন মেসি। আর্জেনটাইন ক্ষুদে জাদুকরের সাথে এই ম্যাচে জ্বলে উঠেছিলেন তার দীর্ঘদিনের ক্লাব সতীর্থ ও বন্ধু নেইমারও। ব্রাজিলিয়ান তারকা করেছেন এসিস্টের হ্যাটট্রিক, সাথে পেয়েছেন একটি গোলের দেখা। ম্যাচের বাকি দুটি গোল করেন আশরাফ হাকিমি ও মারকিনিওস। দলটির নতুন সাইনিং ভিতিনহআ শুরু একাদশেই ছিলেন। বদলি হিসেবে মাঠে নামেন ডিফেন্ডার মুকিয়েলে ও স্ট্রাইকার একিতেকে। আর সদ্যই ১৬ বছর পার করা মিডফিল্ডার ওয়ারেন জায়ারকে মাঠে নামিয়ে চমকে দেন গালতিয়ের।
ফুটবলীয় শক্তিতে প্যারিসের ক্লাবটির তুলনায় প্রতিপক্ষ ক্লেরমোঁ যোজন যোজন পিছিয়ে। এই ক্লাবটির বয়স ১১ বছর। আর এই সময়ে মাত্র ২ বার লিগ ওয়ানে খেলেছে ক্লাবটি। সেটাও গত মৌসুমে। গেলবার লিগে দুবারের দেখায় তারা পিএসজির কাছে হজম করেছে ১০ গোল, আর শোধ দিতে পেরেছিল ১টি! এদিকে সুপার কাপ ও ফ্রেঞ্চ লিগের প্রথম ম্যাচে মিলিয়ে দারুণ শুরু হল মেসি-নেইমারদের নতুন গুরু গালতিয়েরে। ম্যাচের পর তিনি জানান, ‘জয়টা সন্তষ্টির। আমরা কোন সুযোগ হাতছাড়া করিনি, সবাই দারুণ ফুটবল খেলেছে। তাছাড়া ৫ গোল পাওয়াটা বেশ অসাধারণ।’
এই ম্যাচটা চোটের কারণে খেলতে পারেননি পিএসজির মহাতারকা এমবাপ্পে। এই ফরাসি উইঙ্গার ফিরে আসলে, গালতিয়ের কিভাবে মেসি-নেইমারের সাথে তার রসায়ন ঘটায় তা দেখার জন্য উদগ্রীব হয়ে আছে ফুটবল প্রেমীরা। এমবাপ্পের ব্যাপারে জানতে চাইলে পিএসজি কোচ আশ্বস্ত করেন যে, ফরাসি প্লেয়ারের চোট গুরুতর নয়। গালতিয়ের বলেন, ‘কিছুটা সংশয় ছিল তাকে নিয়ে, তাই আমরা ঝুঁকি নেই নি। আমার মনে হয় সে আমাদের সাথে পরের সতাহেই থাকবে।’ মেসি ফিরে আসছেন স্বরূপে। ফ্রাঞ্চের অন্যতম সফল কোচ গালতিয়েরের অধীনে সামনের সপ্তাহে স্তাদিও দ্য ফ্রান্সে খেলবে পূর্ণ শক্তির পিএসজি। মেসি-নেইমারের রসায়ন নতুন কোচের অধনী জমে ক্ষীর। এবার এমবাপ্পের ঝলক দেখানোর পালা।
এদিকে গতপরশু ইংলিশ লিগে জয় পেয়েছে টটেনহ্যাম, চেলসি, লিডস ও নিউক্যাসেল। ঘরের মাঠ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে সাউথাম্পটনের বিপক্ষে খেলতে নামে স্পার্স। প্রায় ৬২ হাজার সমর্থকের উপস্থিতে ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পরে হ্যারি কেইনরা। প্রতিপক্ষ অধিনায়ক জেমস ওয়ার্ড প্রাউস ডি বক্সের বাহির থেকে অসাধারণ এক ভলি করেন। তা মাটিতে ড্রপ খেয়ে স্পার্স কাপ্তান-কিপার লরিসের চেষ্টাকে ব্যর্থ করে পৌঁছে যায় জালে। পিছিয়ে পড়ে যেন হুঁশ ফিরে পায় কন্তে বাহিনী। সুইডিশ রাইট উইঙ্গার কুলেসেভেস্কির ক্রস থেকে স্পার্সকে সমতায় ফেরান রায়ান সেসেনন। এরপর সনের ক্রসথেকে অসাধারণ এক নিচু হেডে দলটি এগিয়ে দেন এরিক ডায়ার। দ্বিতীয়ার্ধ পুরোটাই ছিল নর্থ লন্ডনের দলটির। মাঝে সাউথাম্পটনের সালিসোর আত্মঘাতীর পর এই মোয়সুমের প্রথম গোলটি করেন গত শীতে সাদা জার্সিতে নাম লেখানো কুলেসেভেস্কি। এই গ্রীষ্মে স্পার্সে নাম লেখানো প্যারেসিচ, বিসুমা ও ল্যাঙলেটকে বদলি হিসেবে মাঠে নামান কন্তে। ৮-১ ব্যবধানে ম্যাচ জিতে কন্তে জানান দিলেন কেন তার দল এবার দার্ক হর্স।
নর্থ লন্ডনের আরেক ক্লাব চেলসি নূন্যতম ব্যবধানে ম্যাচ জিতেছে এভারটনের গুডিসন পার্কে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্লুজদের এগিয়ে দেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। এটা ইপিএলে তার ১৮তম পেনাল্টি থেকে পাওয়া গোল। ইংলিশ লিগে ২০টির বেশি গোল করেছেন এমন প্লেয়ারদের মাঝে এই ইতালিয়ানের পেনাল্টি থেকে প্রাপ্ত গোলের শতাংশ ৯০! লিগ প্রিমিয়ার যুগে প্রবেশের পর, এই জয়ের মাধ্যমে চেলসি প্রথম ম্যাচেই ২০তম জয়ের রেকর্ড স্পর্শ করলো। তাতেই ছোঁয়া হয়ে গেল এতোদিন শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে।
এদিকে জার্মান লিগে নিজেদের প্রথম ম্যাচে লেভারকুজেনের বিপক্ষে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কো রুইস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি-নেইমার জাদুতে শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ