নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবল দলবদলের জানালা খেলার সাথে সাথে শুরু হয় কিছু গুঞ্জনও। সাধারনত প্রতিটা গুঞ্জনেরই কেন্দ্রিয় চরিত্র সাজানো হয় সময়ের অন্যতম সেরা খেলোয়াড়দের নিয়ে। যেনতেন কাওকে কেন্দ্রিয় চরিত্রে বসালে তো আর তা দিয়ে বাতাস ভারী করা যাবে না বা পাবলিকও তা প্রাণভরে গিলবে না।
গত কয়েক বছর ধরে লিওনেল মেসির দলবদল নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত তা থেমেছে ঐ একই যায়গায়Ñ বার্সেলোনাই মেসির ঠিকানা। পান থেকে চুন খসলেই রোনালদোদেরকেও ক্লাবছাড়া করতে ছাড়েন না কান্ডজ্ঞানহীন বেশ কিছু গনমাধ্যম। তাছাড়া, ‘বিশ্বের সেরা সেরা সব খেলোয়াড়রা প্রিমিয়ার লিগে কেন খেলে না’ এমন ক্ষেভে হয়তো ইংলিশ গনমাধ্যমের থাকলেও থাকতে পারে। যে কারণে প্রতি মৌসুমেই তারা মেসি-রোনালদো-নেইমারদের নিয়ে যান কখনো ম্যানচেস্টারে, কখনো সিটিতে আবার কখনো আর্সেনাল বা চেলসিতে। ওদিক থেকে পিএসজিকেও অমলে আনা হয় গুঞ্জনের রসদ বাড়াতে।
বর্তমান বাজারে সবচেয়ে বেশি যাকে নিয়ে টানাটানি তিনি হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত কয়েক মৌসুমের মত এবারো দলবদলের বাজার গরম করে রেখেছেন ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি ফুটবল পাড়ায় তাকে নিয়ে গুঞ্জনটা যেন আরো বেশি বেড়ে গেছে। দেশ-বিদেশের নামজাদা সব গণমাধ্যম এতে রসদ যোগাচ্ছে বলে তা শোনাচ্ছেও বাস্তবের মত। তাদের ভাষ্য, বার্সেলোনা তারকার জন্য ২২২ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজও মেটাতে প্রস্তুত পিএসজি। তা শুনে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিও নাকি নড়েচড়ে বসেছে। অথচ পিএসজি কতৃপক্ষের কাছ থেকে এমন কোন তথ্যই পাওয়া যায়নি। ওদিকে গত অক্টোবরে বার্সার সাথে ৫ বছরের নতুন চুক্তিতে সই করেছেন নেইমার। এরপরও গুঞ্জনটা এতো বেশি কান ঝালাপালা করে তুলেছে যে এ নিয়ে কথা বলতেই হলো বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউকে। বিবিসি স্পোর্টসকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনাতেই থাকছেন নেইমার। এরও আগে ক্লাবটির সহ-সভাপতি জর্দি মেস্ত্রেও বলেছিলেন একই কথা।
নতুন চুক্তিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ২০ কোটি ইউরো থেকে বাড়িয়ে করা হয়েছে ২২ কোটি ২০ লাখ ইউরো। চুক্তি অনুযায়ী একই হারে প্রতি বছর রিলিজ ক্লাজের পরিমান বাড়তে থাকবে।
২০১৩ সালে দেশের ক্লাব সান্তোস থেকে বার্সায় নাম লেখান নেইমার। এরই মধ্যে ক্লাবের হয়ে জিতেছেন তিনটি কোপা দেল রে, দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। গেল মৌসুমে কাতালান জার্সিতে ১৩ গোল করেন ২৫ বছর বয়সী তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।