নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে চিলির কাছে হেরে পুরো দল যখন হতাশায় মগ্ন তখনই এলো খবরটা। জমজ সন্তানের বাবা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেক্সিকোর বিপক্ষে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচ না খেলেই তাই বাড়ির বিমান ধরলেন পর্তুগিজ তারকা। বাড়ি ফিরে দুই জমজ সন্তানকে মধুর আলিঙ্গনে জড়িয়েছেন বাবা রোনালদো।
দুজনের নাম রাখা হয়েছে যথাক্রমে মাতিও ও ইভা। পরম মমতায় দুই কোলে দুই বাচ্চাকে নিয়ে সোফায় বসে আছেন বাবা রোনালদোÑ এমন একটা ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ‘সিআর-সেভেন’। ছবির ক্যাপশনে লেখা, ‘জীবনে নতুন দুই ভালোবাসাকে ধারন করতে পেরে আমি আনন্দিত।’ এ নিয়ে মোট তিন সন্তানের বাবা হলেন রোনালদো। বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের বয়স এখন সাত।
এক ফেসবুক পোস্টে রোনালদো বলেন, ‘দুর্ভাগ্যবসত, যে খেলোয়াড়ী লক্ষ্য আমাদের ছিল তা আমরা অর্জন করতে পারিনি। তবে আমি নিশ্চিত পর্তুগিজদের আনন্দদানে আমি অবদান রেখে যাব। শেষ পর্যন্ত প্রথমবারের মত ছেলেমেয়েদের সাথে মিলিত হতে পেরে আমি খুশি।’
ধারনা করা হচ্ছে, আগেরটির মত এই দুই সন্তানেরও জন্ম হয়েছে ভাড়া করা গর্ভে। আগের সন্তানের মায়ের পরিচয় এখনো মেলেনি। বরাবরের মত এ বিষয়ে মুখ খোলেননি রিয়াল মাদ্রিদ তারকা। রোনালদো পরিবার আরো বড় হওয়ার পথেই রয়েছে। মাত্র মাস খানেক আগে জানা গিয়েছিল তার ২২ বছর বয়সী বান্ধবী জর্জিনা রড্রিগুয়েজ মা হতে চলেছেন। গনমাধ্যমের খবর অনুযায়ী রড্রিগুয়েজ বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত¡া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।