Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে সকলকে দাঁড়াতে হবে -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড়ধসে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মানবতার পাশে দাঁড়ানো রমজানের অন্যতম শিক্ষা। যার যা আছে তাই নিয়েই মানবতায় পাশে দাঁড়াতে হবে। একই সাথে তিনি দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দলসমূহ, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ ভিত্তবানদেরকে পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহŸান জানান এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্যেও তিনি সরকারের প্রতি আহŸান জানান।
গতকাল বিকেল ৩টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন আয়োজিত “শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে এতে বক্তব্য রখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ,  যুগ্ম-মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান আরেফী, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবদুর রহমান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মোঃ হারুন অর-রশিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান প্রমুখ। মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, নারী নেতৃত্বের অবসান ঘটিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সময়ের দাবি মাত্র। অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির ঠিকানা। এই ঠিকানায় শ্রমজীবী মানুষ একত্রিত হতে পারলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, কোরআন সর্বশ্রেষ্ঠ নীতি। আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বশ্রেষ্ঠ নীতি বাস্তবায়নে সর্বাত্মক সংগ্রাম গড়ে তুলি।



 

Show all comments
  • বিপ্লব ১৫ জুন, ২০১৭, ১:৪০ এএম says : 0
    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই কে অসংখ্য ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • Z ১৫ জুন, ২০১৭, ৫:৩১ পিএম says : 0
    THANKS
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ