Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসুলে মার্কিন বিমান হামলায় ১২০ বেসামরিক ব্যক্তি নিহত

| প্রকাশের সময় : ৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় ১২০ বেসামরিক মারা গেছে। গতকাল শুক্রবার প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে এমনটা দাবি করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সমর্থিত ইরাকি বাহিনীর হামলায় মসুলে ১২০জন বেসামরিক মারা গেছেন। প্রবল লড়াইয়ের মধ্যে এখনো সেখানে আটকা পড়ে আছেন ২ লাখ বেসামরিক মানুষ। এই অভিযোগের ব্যাপারে অবগত রয়েছে বলে জানিয়েছে মার্কিন জোট। অপারেশন ইনহেরেন্ট রিজলভ অফিস থেকে এক বিবৃতিতে এমনটা জানানো হয়। বিবৃতিতে তারা জানায়, ইরাকি বাহিনী ও মার্কিন জোট বেসামরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। আইএস জঙ্গিরা স্নাইপারের মাধ্যমে পালাতে চাওয়া বেসামরিকদের লক্ষ্য করছে। তাদের কাছ থেকেই শহর পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বেসামরিক হত্যার অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং এগুলো তদন্ত করে দেখা হবে। নিয়মিত মাসিক প্রতিবেদনে বেসামরকিদের নিহতের কথা জানানো হবে বলেও বিবৃতিতে বলা হয়। মসুলে আটমাস ধরে যুদ্ধ চলছে। আইএস সদস্যরা বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় এই যুদ্ধ কঠিন হয়ে গিয়েছে বলে মনে করে ইরাকি বাহিনী। এই যুদ্ধে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছেন বেসামরিকরা। মসুল থেকে পালিয়ে আসা এক ইরাকি বলেন, আমরা সবসময়ই বিমানহামলার আতঙ্কে থাকতাম। মর্টার হামলাতে আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে। ইরাকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাধি আব্বাস বলেন, আমরা জিনজিল এলাকায় আইএসকে প্রতিহত করার চেষ্টা করছি। আমরা তাদের অনেক গাড়িবোমা ও বাড়ি ধ্বংস করেছি।  আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসুলে

৬ নভেম্বর, ২০১৬
২৫ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ