মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মসুলে ইরাকি সেনারা শহরের পূর্বাঞ্চলে তাদের অগ্রযাত্রা কিছুটা ধীরগতি করেছে। ইসলামিক স্টেট উগ্রবাদীরা শহরের পূর্বাঞ্চলের বিভিন্ন পাড়া দখল করেছে। ইরাকি এক জেনারেল বলেছেন তার বাহিনী শহরটি অবরোধ করার সময় ইসলামিক স্টেট চরমপন্থীদের শহরের দক্ষিণাঞ্চলের একটা প্রধান শহর থেকে বিতাড়িত করেছে। এবং কুর্দী বাহিনী এই খবর নিশ্চিত করেছে মসুল বিমানবন্দরের কাছে বিভিন্ন ভবনে ইরাকি পতাকা উড়ছে। মসুলের কেন্দ্রের ১৫ কিলোমিটার দক্ষিণে হামাম আল আলীর দিকে অগ্রসর হওয়ার পর ইরাকি বিশেষ বাহিনী মসুলের পূর্ব সীমানার দিকে অগ্রসর হয়। ইরাকিরা মসুলের গুজজালি এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে। গত দুই বছর আইএস চরমপন্থীরা ওই এলাকা দখল করেছিল। ইরাকি বাহিনীকে ওই অবরোধ ভাঙ্গতে হয়েছে। বার্তা সংস্থা এপি জানায়, সেখানে প্রচ- লড়াই হয়। ইসলামিক স্টেট যোদ্ধারা ইরাকিদের কাছে যে এলাকা হারিয়েছে, সেটা পুনরায় দখলকরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইন্ডেপিডেন্ট, বিবিসি ও ভয়েস অব আমেরিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।