মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরাকের মসুল শহর পুনরুদ্ধারের জন্য চালানো অভিযানে এ পর্যন্ত আটশ থেকে নয়শ ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার অজ্ঞাত স্থান থেকে মার্কিন কেন্দ্রীয় সামরিক কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল বার্তা সংস্থা এএফপির কাছে এ দাবি করেন। তিনি বলেন, গত দেড় সপ্তাহ ধরে চলা মসুল অভিযানে আইএসের আটশ থেকে নয়শ যোদ্ধা নিহত হয়েছেন বলে আমরা অনুমান করছি। উল্লেখ্য, ইরাকে আইএসের সবচেয়ে বড় ঘাঁটি মসুল এবং এর আশেপাশে পনের লাখ মানুষ বসবাস করছেন। এই শহরটি পাঁচ হাজার আইএস যোদ্ধা গত দু’বছর ধরে শহরটি নিয়ন্ত্রণ করছেন। মসুলের দখল ফিরে পেতে ইরাকের সরকারি বাহিনী, কুর্দি পেশমারগা বাহিনী, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী এবং তুরস্ক অভিযান চালাচ্ছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।