নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে ঘরোয়া ফুটবলের মৌসুম সূচক টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশন কাপের সেমিফাইনালে পৌঁছেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জ ৩-১ গোলে হারায় মুক্তিযোদ্ধাকে। বিজয়ী দলের শাহরান হাওলাদার দু’টি ও ইসমাইল বাঙ্গুরা একটি করে গোল করেন। মুক্তিযোদ্ধার পক্ষে এক গোল শোধ দেন মতিউর রহমান। এই জয়ের সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে পেল জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ।
কাল ম্যাচের শুরু থেকেই দুর্বার ছিলো রহমতগঞ্জ। তারা একের পর এক আক্রমণে মুক্তিযোদ্ধাকে কোনঠাসা করে রাখে। ফলে দাপুটে জয়ে নিশ্চিত করে শেষ চার। ম্যাচের ২৪ মিনিটে প্রথম সুযোগ পায় পুরান ঢাকার দলটি। এসময় দারুন প্রতিপক্ষ গোল পোস্টের সামনে জটলা থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে যান রহমতগঞ্জের নাইজেরিয়ান ডিফেন্ডার মানডে ওসাগি। তিনি প্লেসিং শট নিলে তা ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দেন মুক্তির গোল রক্ষক উত্তম বরুয়া। ফিরতি বলে আবারো শট নিয়েছিলেন ওসাগি। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় তা কাজে লাগেনি। ৩২ মিনিটে প্রথম গোল পায় জায়ান্ট কিলার খ্যাতরা। এসময় মুক্তিযোদ্ধার ডি-বক্সের বাইরে থেকে রাশেদুল ইসলাম শুভর ক্রসের বল ডি বক্সের মধ্যে পান মিডফিল্ডার শাহরান হাওলাদার। তিনি কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। ৩ মিনিট পর ফের ডি-বক্সে বল পান রহমতগঞ্জের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। কিন্তু তার শট ফিরিয়ে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক। ওয়ান টু ওয়ান পজিশনে ফিরতি বলে বাঙ্গুরা ফের হেড নেয়ার চেষ্টা করলেও মাথার সঙ্গে বলের সংযোগ ঘটাতে পারেননি। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে গোলক্ষুধা যেন বেড়ে যায় রহমতগঞ্জের। ফলে পরপর আরো দু’টি গোল করে তারা। ম্যাচের ৬৩ মিনিটে শাহরান হাওলাদারের পাস থেকে বল পেয়ে মুক্তির বক্সে ঢুকে জোড়ালো শটে গোল করেন ইসমাইল বাঙ্গুরা (২-০)। ৬৯ মিনিটে শাহারান হাওলাদার চমৎকার শটে দলের পক্ষে তৃতীয় গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জ। তিন গোলে এগিয়ে থেকে কিছুটা আয়েশি ভঙ্গিতে খেলে পুরান ঢাকার দলটি। আর এই সুযোগে একটি গোল শোধ দেয় মুক্তিযোদ্ধা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৪ মিনিট) মুক্তিযোদ্ধার বদলী খেলোয়াড় মতিউর রহমান রহমতগঞ্জ ডি-বক্সে বল পেয়ে যান। জোড়ালো শটে তিনি সেই বল গোলে পরিণত করেন (১-৩)। শেষ পর্যন্ত এ গোলই মুক্তির সান্তনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।