Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষে ঢাকা আবাহনী

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম হারের মুখ দেখলো এবারের আসরে চমক জাগানো ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একাদশ রাউন্ডের ম্যাচে ঢাকা আবাহনী ২-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে তালিকার শীর্ষে উঠে আসলো। বিজয়ী দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা একাই কওে দু’গোল। এ জয়ের ফলে ঢাকা আবাহনী ১১ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্র’তে ২৩ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষস্থান দখল করল। সমান ম্যাচে ছয় জয়, চার ড্র ও এক হারে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেল রহমতগঞ্জ।  কাল ম্যাচের শুরু থেকেই স্পষ্ট দাপট ছিল আবহনীর। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলে রহমতগঞ্জের রক্ষণভাগকে। নাইজেরিয়ান সানডে চিজোবা, ইংরেজ ফরোয়ার্ড লি টাক ও স্থানীয় মিডফিল্ডার জুয়েল রানা-হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস চড়াও হন রহমতগঞ্জ রক্ষণদুর্গে। তবে গোলরক্ষক সামিউল ইসলাম মাসুমের দৃঢ়তায় গোল পেতে হিমশিম খেতে হয় তাদের। ৩২ মিনিটে ওয়ালি ফয়সালের ক্রসে তিনি পাঞ্চ করে সানডের হেড কর্ণারে রক্ষা করেন। ৩৮ মিনিটে  ইমন বাবুর ক্রসে হেমন্তের ফ্লিক মাসুম বাঁচান ফিস্ট করে। আর ৪৪ মিনিটে সেরা সেভটি করেন সানডে চিজোবাকে ‘ওয়ান-টু-ওয়ান’ পজিশনে রুখে দিয়ে। মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে মাসুমকে একা পেয়েও গোল করতে পারেননি সানডে। এগিয়ে এসে গ্যাপ কমিয়ে তার শট থামিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধে ব্যর্থ হলেও বিরতির পর ঠিকই সফল হয় আবাহনী। ম্যাচের ৪৮ মিনিটে পাল্টা অক্রমণে মাঝমাঠ থেকে সানডে চিজোবাকে থ্রু পাস দেন জুয়েল রানা। সানডে বুক দিয়ে বল নামিযে তার মার্কারকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষক মাসুমকেও টপকে ফাঁকা পোস্টে বল  ঠেলে দেন (১-০)। অতিরিক্ত সময়ে (৯০+৪) রহমতগঞ্জ গোলরক্ষক মাসুমকে এগিয়ে থাকতে দেখে প্রায় ৬০ গজ দূর থেকে রংধনু শটে বল জালে জড়ান সানডে (২-০)। ম্যাচের  শেষ মিনিটে মারামারির কারণে লাল কার্ড দেখে মাঠে ছাড়েন আবাহনী গোলরক্ষক শহিদুল আলম  সোহেল ও রহমতগঞ্জ অধিনায়ক শওকত রাসেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষে ঢাকা আবাহনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ