Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্বিক উন্নতির তাগিদ মাশরাফির

আজ ফের বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ব্যাটিংটা হয়নি যেমনটা হবার কথা ছিলো। শুরুটা ভালো হলেও শেষটা হয়েছে আক্ষেপ করবার মত। তিন তিনটি ফিফটির পরও বাংলাদেশের সংগ্রহ ২৫৬! পরের গল্পটা আরো ভয়ঙ্কর। ছোট্ট লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের কোন পরীক্ষাই নিতে পারেনি বাংলাদেশের বোলিং অ্যাটাকও। ফলাফল- ১৫ বল বাকি থাকতেই ৪ উইকেটের হার। এমন এক হারের পর দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বললেন নিজের বোলিং নিয়ে অসন্তুষ্টির কথাও। পাশপাশি বাংলাদেশ অধিনায়ক দিলেন সামগ্রিক উন্নতির তাগিদও।
অনেকবার প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেওয়া মাশরাফি এদিন প্রথম তিন বলেই হজম করেন চার ও ছক্কা। সুবিধা করতে পারেননি পরেও। ম্যাচ শেষে নিজের দায়টা অকপটে মেনে নিলেন অধিনায়ক। আক্ষেপ করলেন ব্যাটিংয়ে কিছু রান কম হওয়ার, ‘শুরুর দিকে বোলিং আরও ভালো হতে পারত, বিশেষ করে আমার। সাকিব ভালো করেছে। আমি পারিনি। ব্যাটিংয়ে আমাদের ২০ রানের ঘাটতি ছিল। জুটি গড়েছি আমরা, কিন্তু বড় করতে পারিনি। আউট হয়ে গেছি।’ হতাশার ম্যাচেও অবশ্য কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘সৌম্য রান করেছে, মুশফিক ও মাহমুদউল্লাহও রান পেয়েছে আবার। টপ অর্ডারে তামিম ও সৌম্য ভালো জুটি গড়েছে। মুস্তাফিজ ভালো করেছে। রুবেল দারুণভাবে ফিরেছে।’
সৌম্য ও মুশফিক অর্ধশতক করলেও দায় নিতে হবে বড় ইনিংস খেলতে না পারার। থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারেননি দলের সেরা ব্যাটসম্যান তামীম ইকবাল। শেষ দিকে দলকে টেনেছেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক। বোলিংয়ে মাশরাফির ছিল বাজে দিন। সহায়ক উইকেটেও বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পরের ম্যাচে সব জায়গাতেই উন্নতির অবকাশ দেখছেন মাশরাফি, ‘সব জায়গায়ই উন্নতি করতে হবে। ফিল্ডিং অবশ্য আজকে ভালোই ছিল। কিন্ত ব্যাটিং ও বোলিং ভালো করতে হবে। আজকে (গেলপরশু) যেমন বলছি, ২০ রানের মতো কমতি ছিল। বোলিংয়ে শুরুতে উইকেট নিতে হবে।’
নিয়মিত তিন নম্বরে ব্যাটিং করা সাব্বির রহমানের এক রানে আউট হওয়া নিয়েও হতাশ নন অধিনায়ক। বললেন খুব তাড়াতাড়িই রানে ফিরবে প্রস্তুতি আয়ারল্যান্ডে ম্যাচের সেঞ্চুরিয়ান, ‘সে তিনেই ভালো খেলে এসেছে। অবশ্যই এই ধরনের উইকেটে একটু চ্যালেঞ্জ থাকে বিশেষ করে উপমহাদেশ থেকে আসা ব্যাটসম্যানদের জন্য। আশা করি নিজের ভুলগুলো সে ধরতে পারবে। ও ছন্দেই ছিল। দুই ম্যাচ রান করতে পারেনি। আমার বিশ্বাস সে ছন্দে ফিরবে।’
উন্নতি দেখানোর সুযোগটি এসে যাচ্ছে দ্রæতই। আজ ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশের পরের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
ইতোমধ্যে দু’টি ম্যাচ খেললেও এখনো জয়ের স্বাদ পায়নি টাইগাররা। তাই সিরিজে টিকে থাকার ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে জয়ের আশায় মাঠে নামবে মাশরাফির দল। সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। মালাহিডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১ দশমিক ১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তুলে টাইগাররা। এরপর বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ফলে ২টি করে পয়েন্ট পায় দু’দল। আজ আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেতেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ২৪ মে টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ আবারও লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফির

১৭ জানুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ