Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোটে বিলম্বিত মাশরাফির ফেরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

করোনার কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন প্রায় সাত মাস। আগামী মাসে বিসিবির টি-টোয়েন্টি লিগ দিয়ে ক্রিকেটে ফেরার কথা বাংলাদেশ দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। সে জন্য রাজধানীর সিটি ক্লাব মাঠে গত কয়েক দিন আগে ফিটনেস অনুশীলন শুরু করেন। তার অংশ হিসেবে ফুটবলও খেলতেন এই মাঠে।
কিন্তু মাশরাফির ক্রিকেটে ফেরার পথে বাধা হয়ে দাঁড়াল চোট। দুই দিন আগে দৌড়াতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন তিনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘দৌড়ানোর সময় ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছে। প্রাথমিক চিকিৎসার কথা ফোনে মাশরাফিকে জানানো হয়েছে। ওর এখন একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারব কতটুকু আঘাত পেয়েছে।’
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেন মাশরাফি। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে খেলেছিলেন প্রথম রাউন্ডের একটি ম্যাচ। এরপর তো করোনা মহামারিতে খেলাই বন্ধ হয়ে যায়। করোনা বিরতিতে ক্রিকেটের বাইরে থাকার কারণে ওজন বেড়ে যায় মাশরাফির। ক্রিকেটে সেরা ছন্দে ফিরতে হলে তাঁকে কঠোর পরিশ্রম করতে হতো। মাঝে আক্রান্ত হয়েছে করোনায়ও। সেখান থেকে ফিরেও এখন খেলায় ফেরার আগেই পড়লেন চোটে।
চোটের সঙ্গে মাশরাফির সখ্য অবশ্য নতুন কিছু নয়। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে তার হাঁটুতেই অস্ত্রোপচার হয়েছে সাতবার। ছোটখাটো চোট তো আছেই। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও সেই চোটের সঙ্গেই আরেকবার লড়তে হচ্ছে মাশরাফিকে।
গত কয়েক মাসে মাশরাফি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। এখনো মাশরাফির পরিবার করোনামুক্ত নয়। কিছুদিন ধরে করোনার সঙ্গে লড়ছে তার দুই সন্তান- মেয়ে হুমায়রা ও ছেলে সাহিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফির-ফেরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ